খড়্গপুর:   খড়্গপুর সদর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণের সমর্থনে রোড শো দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। উল্লেখ্য, এই আসন থেকে জিতেই প্রথমবার রাজ্য বিধানসভার সদস্যে হয়েছিলেন দিলীপ ঘোষ। পরে মেদিনীপুর আসন থেকে লোকসভা সদস্য নির্বাচিত হওয়ার পর এই আসন থেকে ইস্তফা দেন। পরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী খড়্গপুর সদর আসনে জয়ী হয়েছিল। এদিন ভোটের প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন,রাজ্যে পরিবর্তন হচ্ছে, এতে কোনও সন্দেহ নেই। তাঁর দাবি, ভোটের আগে রাজ্যে খুন, মারপিঠ ও হিংসার মাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছিল। কিন্তু তাতেও ভয় পাননি সাধারণ মানুষ। প্রথম দফার ভোটে ভয় ভেঙে বেরিয়ে এসে ভোট দিয়েছেন। পরীক্ষায় পাশ করেছেন মানুষ। প্রথম দফার ভোটের চেয়ে পরের সাত দফায় আরও ভালো ভোট হবে।


 


উল্লেখ্য, প্রথম দফার ভোটের পর বিজেপি বলেছিল, ভোট শান্তিপূর্ণ হয়েছে। প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি দাবি করেছিলেন, প্রথম দফায় যে ৩০ আসনে ভোট হয়েছে, তার মধ্যে ২৬ টিতেই বিজেপি জিতবে।


 


অমিত শাহর এই দাবিকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথম দফায় 'বিজেপি গোল্লা পাবে'। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন এই দাবিকে কটাক্ষ করে ট্যুইট করে বলেন,  ‘মনস্তাত্ত্বিক খেলা আর কাজে দেবে না।’


 


বাংলায় অমিত শাহের ২০০ আসন দখলের ঘোষণাকেও কটাক্ষ করে বলেছেন, ‘গুজরাত জিমখানাতে গিয়ে আসনসংখ্যা নিয়ে স্টান্টবাজি দেখান। ভুলে যাবেন না এটা বাংলা।’


 


এদিন দিলীপ বলেছেন, প্রথম দফায় বিজেপির পক্ষে ভালো ভোট হয়েছে। মানুষ ভয় ভেঙে ভোট দিয়েছেন। পরবর্তী দফাগুলিতে আরও ভালো ভোট হবে।খড়্গপুর সদর আসনে দ্বিতীয় দফায় ভোট। এই আসনেও বিজেপি জয়ী হবে বলে দিলীপ ঘোষ আশাপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, এর আগের দফায় এর আশেপাশের এলাকাগুলি ভোট হয়েছে। তা বিজেপির পক্ষে ভালো হয়েছে। খড়্গপুর সদরেও এর প্রতিফলন দেখা যাবে।কেশপুরে ভোটের আগে হিংসার ঘটনা নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, ওই এলাকার মানুষও তাঁদের দলের সঙ্গে এসেছেন। কেশপুরেও জেতার মতো অবস্থায় রয়েছে বিজেপি।