কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এক এসপি পদমর্যাদার আধিকারিককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এক আধিকারিক এ কথা জানিয়েছেন। গত মাসে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পাওয়ার ঘটনায় ‘নিরাপত্তাজনিত ত্রুটি’র কারণেই  তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার অন স্পেশ্যাল ডিউটি অশোক চক্রবর্তীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। 


ওই আধিকারিক জানিয়েছেন, অবিলম্বে তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।



গত ১০ মার্চ হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিয়ে ফিরে আসার পথে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।  হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে চেপেই রাজ্যজুড়ে ভোটের প্রচার করছেন।



বিরুলিয়া বাজারের ঘটনার জেরে এর আগে নির্বাচন কমিশন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা অধিকর্তা বিবেক সহায়কে সাসপেন্ড করেছিল। 



শনিবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ‘চতুর্থ দফায় হাওড়ায় ভোটে স্পর্শকাতরতা’র পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় কাউন্টার ইনসার্জেন্সি ফোর্সের এসপি অজিত সিংহ যাদবকে হাওড়া পুলিশ কমিশনারেটে  অ্যাটাচ করেছে।  ওই অফিসারকে অবিলম্বে হাওড়ার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। কমিশনের নির্দেশে বলা হয়েছে, ওই কর্তব্য সম্পন্ন হওয়ার পর তাঁকে রিলিজ করা হবে। 



 নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়। যে ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় হয়। ব্যথা বাড়তে থাকায় তাঁকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয়। তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। পায়ে প্লাস্টার করা হয়। সেদিন ঘটনার পরই প্রথমে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকল্পনামাফিক গোটা ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। সহানুভূতি আদায়ের জন্যই এসব করেছেন বলে দাবি করে বিজেপি।


 


যদিও, চাপানউতোরের আবহেই দুর্ঘটনার তত্ত্বে সিলমোহর দেন ২ পর্যবেক্ষক। কমিশনে তাঁরা যে রিপোর্ট জমা দেন, তাতে উল্লেখ করা হয়, নন্দীগ্রামে দুর্ঘটনায় আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে পরিকল্পনা করে হামলার কোনও বিষয় নেই।



উল্লেখ্য, শনিবার  রাজ্য বিধানসভার চতুর্থ দফায়  ৫ জেলায় মোট ৪৪ আসনে ভোট। উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে যথাক্রমে ৫ ও ৯ আসনে ভোট।দক্ষিণবঙ্গের তিন জেলা হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণায় যথাক্রমে ৯, ১০ ও ১১ আসনে ভোট গ্রহণ।