চেন্নাই : চোদ্দতম আইপিএলের প্রথম ম্যাচের টস, প্রতিপক্ষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবথেকে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার বিরুদ্ধে টসের লড়াইয়ে অবশ্য জিতলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে হোক বা ভারতের অধিনায়কত্ব করার সময়, টস-ভাগ্য খুব একটা প্রসন্ন নয় বিরাটের। তাই টসে জেতা নিয়ে জানতে চাইলে টসমঞ্চেই হেসে ফেলে বিরাট বললেন, 'অবিশ্বাস্য। মাঝে অল্প বিশ্রাম মনে কাজে দিয়েছে।'


চিপকের চেনা ঘূর্ণি পিচের বদলে এবারে আইপিএলের উদ্বোধনী ম্যাচে মঞ্চে দেখা গেল চেন্নাইয়ের পিচে সবুজের আভা। তাই টসে জিতে বোলিং নিতে দেরী করেননি বিরাট কোহলি। দ্রুত নিজের সিদ্ধান্ত জানিয়ে বলেন, 'পিচ যেরকম তাতে প্রথমে বোলিং করার কথাটা দুবার ভাবতে হয় না। পাশাপাশি এবারে আমাদের দলে ভারসাম্য যথেষ্ট ভালো, পিচ যেরকম তাতে রান তাড়া করার ক্ষেত্রে তা ইস্যু হবে না।' আইপিএলের মঞ্চে সফলতম অধিনায়ক রোহিত শর্মাও স্বীকার করে নেন, টসে জিতলে বোলিং নিতেন তিনিও।


টসের মঞ্চে ফের ভারতের মাটিতে খেলতে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন বিরাট কোহলি। তিনি বলেন, 'দুবাইতেও খুব ভালোভাবে আইপিএল হয়েছিল, কিন্তু নিজেদের স্টেডিয়ামগুলোতে খেলার সুযোগ পেলে কার না বাড়তি ভালো লাগে।' সঙ্গে টানা ১৪ মরশুম ধরে টানা আরসিবির হয়ে খেলা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আরসিবি ফ্র্যাঞ্চাইজি যেভাবে আমার ওপর ভরসা রেখেছে, সেটা সম্মানের।' গতবার অল্পের জন্য ফসকালেও এবার খেতাব জিততে যে তিনি মরিয়া সেটা কোহলি বডি ল্যাঙ্গুয়েজেই বুঝিয়ে দিয়েছেন।


উল্টোদিকে, আইপিএল খেতাব জেতার হ্যাটট্রিকের দোরগোড়ায় থাকা রোহিত শর্মা চেনা হাসিমুখে নির্লিপ্ত ভঙ্গিতে বলেছেন, 'আগের কিছু মনে রেখে খেলতে নামলে মুশকিল। এটা একটা নতুন মরশুম। নতুন চ্যালেঞ্জ, সেই মতোই প্রস্তুতি নিয়ে খেলতে নেমেছি আমরা।'


এদিকে, সদ্য করোনা জয় করলেও দুর্বলতার জন্য দেবদত্ত পাড়িকলকে প্রথম ম্যাচে খেলায়নি আরসিবি। তার জায়গায় অভিষেক হয়েছে রজত পাতিদারের। পাশাপাশি নিলামের মঞ্চে বড় দরে কেনা গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসন ও ড্যান ক্রিশ্চিয়ানকেও প্রথম ম্যাচে সুযোগ দেয় আইপিএলের ব্যাঙ্গালোর ফ্র্যাঞ্চাইজি। এদিকে, সদ্য পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলে এসে দলে যোগ দেওয়া কুইন্টন ডি ককের কোয়ারিন্টিন পর্ব শেষ না হওয়ায় প্রথম ম্যাচে নেই তিনিও।