অনির্বাণ বিশ্বাস ও অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাত পোহালেই ঝাড়গ্রামের ৪টি বিধানসভা কেন্দ্রে ভোট। নতুন জেলা হওয়ার পর, এই প্রথম ভোট হচ্ছে জেলায়। তুঙ্গে শেষ মুহূর্তের ভোট প্রস্তুতি।


যে দিকে চোখ যায় শাল-শিমূলের বন। তারই মাঝে ছোট ছোট পাথুরে টিলা। জঙ্গল ভেদ করে বয়ে গিয়েছে তিরতিরে নদী। জল-জঙ্গল-প্রকৃতি নিয়েই ঝাড়গ্রাম। ২০১৭-র ৪ এপ্রিল। পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে জঙ্গলমহলের এই প্রান্ত। নতুন জেলায় এবছর প্রথম বিধানসভা ভোট।


ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বিনপুর। এই চারটি কেন্দ্রেই ভোট শনিবার। শুক্রবার দিনভর ভোটের কাজে ব্যস্ত কর্মীরা। ঝাড়গ্রাম রাজ কলেজের মহিলা বিভাগে তৈরি হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার। সেখান থেকে ইভিএম, ভিভিপ্যাট সংগ্রহ করেন ভোট কর্মীরা। 


 



 


ঝাড়গ্রামে মোট ভোটার ৯ লক্ষ ১১ হাজার ৬৫৪জন। মোট বুথের সংখ্যা ১৩০৭। এরমধ্যে সংবেদনশীল বুথ রয়েছে ৪৩টি। ভোটের জন্য মোট ১৪৪ কোম্পানি আধাসেনা মোতায়েন করা হয়েছে। ভোটের আগে রাজ্যের সমস্ত সীমানা এলাকা সিল করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ঝাড়গ্রাম পেরোলেই পাশের রাজ্য ঝাড়খণ্ড। জামবনিতে গিয়ে দেখা গেল না সীমানা-সুরক্ষার বিশেষ কোনও ছবি। 


ঝাড়গ্রাম কেন্দ্রে এবার তৃণমূলের হেভিওয়েট প্রার্থী। প্রাক্তন বাম বিধায়ক চুনীবালা হাঁসদার মেয়ে তথা সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা। তাঁর প্রতিদ্বন্দ্বী সিপিএমের মধুজা সেন রায় ও বিজেপির সুখময় শতপথী।


অপর কেন্দ্র, নয়াগ্রামে তৃণমূলের হয়ে লড়ছেন গতবারের বিধায়ক দুলাল মুর্মু। বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন বকুল মুর্মু। সিপিএমের হরিপদ সোরেন। গোপীবল্লভপুরে এবারের তৃণমূল প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো, বিজেপির সঞ্জিত্‍ মাহাতো ও সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএম প্রার্থী প্রশান্ত দাস। বিনপুরের তৃণমূলপ্রার্থী দেবনাথ হাঁসদা। বিজেপির পালান সোরেন। সিপিএমের দিবাকর হাঁসদা।


শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।