ঢাকা: আজ, শুক্রবার, বাংলাদেশ সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সঙ্গে দেখা করলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান। এবং উচ্ছ্বাসে ভাসলেন ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে।


মোদির সঙ্গে সাক্ষাতের পর শাকিব বলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমি অভিভূত। নিজেকে সম্মানিত মনে করছি। ওঁর বাংলাদেশ সফর দু দেশের পক্ষেই ফলপ্রসূ একটা সফর হবে। ভারতের হয়ে ওঁর নেতৃত্ব অসাধারণ। আশা করছি প্রত্যেক দিন ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হবে।' একটি ভিডিও বার্তায় তিনি নিজের বক্তব্য তুলে ধরেছেন।


করোনাকালে প্রায় ১৫ মাস পর, বিদেশ সফরে প্রধানমন্ত্রী। দু’ দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর বাংলাদেশের জাতীয় দিবস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের পাশাপাশি ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। সফরের শেষ দিন অর্থাৎ আগামীকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দর্শনে যাবেন মোদি। কিন্তু তাঁর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ওড়াকান্দিতে মতুয়াদের মন্দির দর্শন। তাৎপর্যপূর্ণভাবে কালই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ৮ দফা বিধানসভা ভোটের প্রথম পর্ব। কাল সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজো দেবেন মোদি।



নিউ নর্মালে প্রথম বিদেশ সফরে ঢাকায় প্রধানমন্ত্রী। থাকবেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে। কাল রাজ্যে প্রথম দফা ভোট। ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে যাবেন মোদি।



বাংলাদেশে পৌঁছে একাধিক সরকারি অনুষ্ঠান, বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটার শাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা সহ বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটালেন মোদি। একাত্তরের বীর সেনানীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশকে ১২ লক্ষ করোনা ভ্যাকসিন ডোজ উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী।