সমীরণ পাল, হাবড়া: ভোটের প্রচারে গিয়ে কাঁসর ঘণ্টা বিলি করে, বিতর্কের মুখে পড়লেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। যদিও কোনও নিয়ম ভাঙেননি, এই দাবিতে অনড় রাহুল সিনহা।


রবিবার সকালে আপেল বিলি করে বিতর্কে জড়িয়েছিলেন। দু’দিনের মাথায় এবার কাঁসর ঘণ্টা বিলি করলেন হাবড়ার বিজেপি প্রার্থী। নতুন করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবার বিকেলে হাবড়া এক নম্বর রেল গেটের কাছে, মতুয়াদের একটি অনুষ্ঠানে, প্রায় ১৫০ জনকে উত্তরীয় ও কাঁসর ঘণ্টা বিলি করেন রাহুল সিনহা। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে, ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী। কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। 


হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘ভোটের সময় কাঁসর ঘণ্টা, আপেল এগুলো কিছুই কি দিতে পারেন কেউ? ভোটের আগে কিছু দেওয়া মানেই নিয়মভঙ্গ৷’’


যদিও আগের মতো, এবারও রাহুল সিনহার দাবি, তিনি কোনও নিয়ম ভাঙেননি। হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা জানান, যা দিয়েছেন বেশ করেছেন। ‘‘কাঁসর ঘণ্টা দেওয়ার দরকার ছিল, দিয়েছি। জ্যোতিপ্রিয় কোনও নিয়ম জানেন না,’’ স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাহুল।


এর আগে, গত রবিবার, ভোট প্রচারে বেরিয়ে, শিশুদের আপেল বিলি করেন রাহুল সিনহা। তা নিয়ে শুরু হয় চাপানউতোর। ২২ এপ্রিল হাবড়া বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে, বিধিভঙ্গের অভিযোগ ঘিরে সরগরম উত্তর ২৪ পরগনার এই বিধানসভা কেন্দ্র।


বুধবার উত্তর ২৪ পরগনার হাবড়ায় (Habra) প্রচারে বেরিয়েছিলেন বিজেপি (BJP) প্রার্থী রাহুল সিনহা (Rahul Sinha)। হাবড়ার ৮ নং কেন্দ্রে প্রচার করেছেন তিনি। প্রচারের শুরুতে প্রাতঃভ্রমণে বেরিয়ে দলীয় কর্মীদের নিয়ে শরীরচর্চাও করেন তিনি। 


হাবড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা গত সপ্তাহে প্রচারে বেরিয়ে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর প্রচার হাবড়া পুরসভার সামনে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। সাফাই কর্মীরা তাঁর বিরুদ্ধে ‘‌গো ব্যাক’‌ স্লোগানও তুলতে থাকেন। সাফাই কর্মীদের দাবি করেছিলেন, অফিস চলাকালীন সরকারি দফতরে ঢুকে প্রচার চালাতে পারেন না কোনও প্রার্থী।