সমীরণ পাল, মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম বিধানসভা এলাকায়, তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বিরুদ্ধে। মারধর, শ্লীলতাহানির পাশাপাশি পার্টি অফিস ভাঙচুরর অভিযোগও উঠেছে। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আইএসএফ-এর পাল্টা দাবি, হামলা চালিয়েছে তৃণমূলই।
পার্টির জন্ম মাত্র কয়েকদিন আগে। প্রথম নির্বাচনী যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন নেতারা। ভোটের মুখে সেই দলেরই বিরুদ্ধে উঠল নির্বাচনী সন্ত্রাসের অভিযোগ!
উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে তৃণমূল নেতার বাড়ি ও পার্টি অফিসে হামলার অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বিরুদ্ধে। অভিযোগকারী তৃণমূলের অঞ্চল সভাপতি। তাঁর দাবি, শুক্রবার রাতে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের বাইক বাহিনী বাড়িতে হামলা চালায়। পরিবারের সদস্যদের মারধর, শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।
তৃণমূলের স্থানীয় একটি পার্টি অফিসেও ভাঙচুর চলে। অভিযোগকারী তৃণমূল নেতার দাবি, ‘গুলি চালিয়েছে, মারধর করেছে, শ্লীলতাহানি করেছে।’
যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে পীরজাদা আব্বাস সিদ্দিকির দলের স্থানীয় নেতৃত্ব। তাঁদের পাল্টা দাবি, ‘আমরাই তো মার খেয়েছি।’
মধ্যমগ্রাম থানায় নির্দিষ্টভাবে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে, ভাঙচুর, মহিলাদের শ্লীলতাহানি, মারধরের মতো গুরুতর অভিযোগে মামলা রুজু হয়েছে। তবে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।