করুণাময় সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, মালদহ ও পশ্চিম বর্ধমান- প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে চলছে বিক্ষোভ। শুক্রবারও রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে রোষের আঁচ। অচিরেই বিক্ষোভ মিটবে, আশা বিজেপি নেতৃত্বের। আর এনিয়ে ফের কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।


প্রার্থী নিয়ে দিকে দিকে বিজেপির অন্দরে অব্যাহত বিক্ষোভ। কোথাও অফিস ভাঙচুর, কোথাও রাস্তার ওপর জ্বালানো হল টায়ার। মালদার ইংরেজবাজারে দলের কর্মীদের একাংশের বিক্ষোভে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত বিজেপির জেলা পার্টি অফিস। মালদা, মানিকচক ও সুজাপুরে প্রার্থী বদলের দাবিতে অফিসের মধ্যেই শুরু হয়ে যায় বিক্ষোভ। এরপরই চরমে ওঠে ক্ষোভের মাত্রা। ভেঙে তছনছ করে দেওয়া হয় চেয়ার-টেবিল। প্রার্থী বদলের দাবিতে ব্যাপক ভাঙচুর চলে গাজোলের নির্বাচনী অফিসেও। প্রার্থী নিয়ে অসন্তোষ ছড়ায় হরিশ্চন্দ্রপুরেও। পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের একাংশ। মালদার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী সুতপা মুখোপাধ্যায় বলেন, ‘‘নিচুতলার কর্মীদের বোঝানোর চেষ্টা করছি, রাজ্য নেতৃত্বকে জানাচ্ছি যাতে ক্ষোভ প্রশমন হয় ৷’’


প্রার্থী-অসন্তোষ নিয়ে বিরোধী শিবিরকে খোঁচা দিতে দেরি করেনি শাসক তৃণমূল। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে পুরনো কেন্দ্র, বালি থেকেই প্রার্থী হয়েছেন বৈশালী ডালমিয়া। কিন্তু তাঁকে প্রার্থী করা নিয়েই গেরুয়া শিবিরের অন্দরে মাথাচাড়া দিয়েছে অসন্তোষ। এদিন বেলুড়ের রাজেন শেঠ লেনে উঠল বৈশালীর বিরোধী স্লোগান। তাঁর বিরুদ্ধে বহিরাগত তকমা ছাড়াও, পাঁচ বছরে কোনও কাজ না করার অভিযোগ উঠেছে। দুর্গাপুর পূর্বে বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে আসা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণার পর থেকেই চলছে বিক্ষোভ।


এদিনও স্টিল টাউনশিপে বিজেপির জেলা সদর অফিসে বিক্ষোভ দেখাল দলের বিক্ষুব্ধ গোষ্ঠী। তাঁদের দাবি, দলের আদি কর্মী হলেও এখন তাঁদের কোনও গুরুত্ব নেই। বিক্ষুব্ধ বিজেপি কর্মী কল্যাণ মজুমদার বলেন, ‘‘তৃণমূলের কাছে বিক্রি হয়ে গিয়ে প্রার্থী দেওয়া হয়েছে ৷’’এদিকে, যাঁকে নিয়ে এত ক্ষোভ-বিক্ষোভ, তিনি অবশ্য এসবকে গুরুত্ব দিতে নারাজ। দলীয় কর্মীদের নিয়ে কাঁকসার বাঁশকোপা থেকে প্রচার শুরু করলেন তিনি। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী দীপ্তাংশু চৌধুরী বলেন, ‘‘অল্প লোকই বিক্ষোভ করছে, বহু লোক আমার সঙ্গে আছে ৷’’


তবে বিজেপির একাংশের ক্ষোভকে হাতিয়ার করে আসরে নেমেছে রাজ্যের শাসক দল। এদিকে, প্রার্থী নিয়ে ক্ষোভের আঁচ ছড়াল বীরভূমের দুবরাজপুর বিধানসভা এলাকার খয়রাশোলে। দলীয় প্রার্থীর গায়ে বহিরাগত তকমা দিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীদের একাংশ।