গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ভোটের আগে নতুন চমক। এবার খেলা হবে লেখা টি-শার্ট দেদার বিক্রি হচ্ছে শান্তিনিকেতন সোনাঝুরি হাটে। আর এদিনই ফের অনুব্রত মণ্ডলের মুখে শোনা গেল খেলা হবে স্লোগান। উন্নয়নমূলক খেলা হবে, পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।


ভোটের দিন ঘোষণার দিন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আট দফায় খেলব ৷ শুভেন্দু অধিকারী বলেছিলেন, ‘খেলা হবে, পদ্মফুলের মেলা হবে, তৃণমূলকে ফেলা হবে৷’ ভোটমুখী বঙ্গে তৃণমূল হোক বা বিজেপি সব রাজনৈতিক দলের নেতাদের মুখে এখন ‘খেলা হবে’ স্লোগান। এমনকি ‘খেলা হবে’ স্লোগানে মেতেছে বঙ্গবাসীও। এবার স্লোগান জায়গা করে নিল টি-শার্টেও।


শান্তিনিকেতন সোনাঝুরি হাটে ২০০ থেকে ২৫০ টাকায় খেলা হবে লেখা টিশার্ট দেদার বিক্রি হচ্ছে। সোনাঝুড়ির এক বিক্রেতার কথায়, ‘‘আর এখন সবথেকে হিট খেলা হবে দাদা এই স্লোগান দেওয়ার পর ভালই বিক্রি হচ্ছে। ভালই বিক্রি হচ্ছে।’’ আরেক বিক্রেতার কথায়, এবার কী খেলা হবে সেটা তো জানি না। টি শার্ট বিক্রি হচ্ছে বেশ ভালই লাগছে।


আর এই টিশার্ট প্রসঙ্গে আরও একবার খেলা হবে স্লোগান অনুব্রত মণ্ডলের গলায়। তিনি বলেন, ‘‘খেলা হবে, খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে৷’’ এনিয়ে অবশ্য কটাক্ষ করতে দেরি করেনি বিজেপি। বীরভূমের বিজেপির সহ-সভাপতি বলাই চট্টোপাধ্যায় জানান, ‘‘এখন মানুষ হুজুকে কিনছে, দুদিন পর ফেলে দেবে। খেলার জন্য আমরা প্রস্তুত আছি , আমাদের খেলা হবে উন্নয়নমূলক খেলা । ফালতু মানুষের কথায় গুরুত্ব দেওয়া কোনো মানেই হয় না ।’’ ২৯ এপ্রিল বীরভূমের ১১ আসনে বিধানসভা ভোট ৷ এই প্রেক্ষাপটে আবারও লালমাটিতে খেলা হবে স্লোগান নিয়ে তরজা।