কলকাতা: হাতে নগদ ৩৫ হাজার টাকা। কব্জিতে ২৮ হাজারি ঘড়ি। হাওড়ায় আছে অকৃষি জমি এবং হাওড়া-কলকাতায় একাধিক ফ্ল্যাট। সব মিলিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তির মালিক রুদ্রনীল ঘোষ। আজকের ‘আয়-ব্যয়ে’ ভবানীপুরের বিজেপির তারকা প্রার্থীর সম্পত্তির খতিয়ান তুলে ধরা হল৷


একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষ ভোটের আগেই শিবির বদলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে পদ্ম ফোটানোর গুরুভার এবার তাঁর কাঁধে।


ভবানীপুর কেন্দ্রে রুদ্রনীলের লড়াই ঘাসফুল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় ও সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থী মহম্মদ শাদাব খানের সঙ্গে। 


গত ৬ এপ্রিল মনোনয়ন জমা দিয়েছেন বিজেপির তারকা প্রার্থী। সেই সঙ্গে হলফনামা দিয়ে জানিয়েছেন, তাঁর বিষয়-আশয়ের খতিয়ান। হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ আর্থিক বছরে রুদ্রনীল আয় করেছেন ৪১ লক্ষ ৬৮ হাজার ৮৯০ টাকা।  


মনোনয়ন জমা দেওয়ার সময় হাতে নগদ ছিল ৩৫ হাজার টাকা। একাধিক ব্যাঙ্কে রুদ্রনীলের মোট সঞ্চয় ৩৮ লক্ষ ৭৮৭ টাকা। এছাড়াও শেয়ার বাজারে ২ লক্ষ ২৫ হাজার টাকা বিনিয়োগ করেছেন তিনি।


অভিনেতার কোনও গাড়ি নেই। সোনাদানাও নেই। হলফনায় জানিয়েছেন, তাঁর হাতঘড়ির দাম ২৮ হাজার ৪১৫ টাকা। 


সব মিলিয়ে রুদ্রনীলের অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪০ লক্ষ ৮৯ হাজার ২০৪ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে হাওড়ায় আছে অকৃষি জমি এবং হাওড়া ও কলকাতায় একাধিক ফ্ল্যাট। যার মোট বর্তমান দাম ১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার ৯৫০ টাকা। 


স্থাবর-অস্থাবর মিলিয়ে রুদ্রনীল ঘোষের সম্পত্তি ১ কোটি ৬৯ লক্ষ ৬১ হাজার ১৫৪ টাকার। বিজেপির তারকা প্রার্থীর ঋণ রয়েছে ৬৯ লক্ষ ৯০ হাজার ২৮৪ টাকা।  


হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই।


ভবানীপুরে রুদ্রনীলের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় এবং সংযুক্ত মোর্চা প্রার্থী কংগ্রেসের মহম্মদ শাদাব খান। হলফনামায় রুদ্রনীল জানিয়েছেন, তাঁর অস্থাবর সম্পত্তির মূল্য প্রায় ৪০ লক্ষ ৮৯ হাজার ২০৪ টাকা ৭৪ পয়সা। স্থাবর সম্পত্তি আছে ১ কোটি ২৮ লক্ষ ৭১ হাজার ৯৪০ টাকার।