কলকাতা:  ৮ মার্চ বামফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে। ৩ দলকে একসঙ্গে নিয়ে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হবে।


বামফ্রন্টের প্রার্থী হতে পারেন একঝাঁক নতুন মুখ। টালিগঞ্জে বাম প্রার্থী হতে পারেন দেবদূত ঘোষ।রাজারহাটে প্রার্থী হতে পারেন সপ্তর্ষী দেব, খবর সূত্রের।  প্রার্থী হতে পারেন ঐশী ঘোষ, দীপ্সিতা ধরেরাও। বরানগরে বাম প্রার্থী হতে পারেন সায়নদীপ মিত্র।


সূত্রের খবর,   ঝাড়গ্রামে প্রার্থী হতে পারেন মধুজা সেন রায়। বর্ধমানে প্রার্থী হতে পারেন মীনাক্ষি মুখোপাধ্যায়।


উল্লেখ্য, এবার কংগ্রেস ও আইএফএসের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে লড়াই করবে বামফ্রন্ট।


সিপিএমের প্রার্থীতালিকায় বড়সড় চমক হিসেবে থাকতে চলেছে মহম্মদ সেলিমের নাম। হুগলির চণ্ডীতলা থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য এবং প্রাক্তন সাংসদ সেলিম।২০০৬ সালে শেষবার এই চণ্ডীতলা আসনে জিতেছিল সিপিএম। সূত্রের খবর, সূর্যকান্ত মিশ্র, বিশ্বনাথ চৌধুরী এবার প্রার্থী হচ্ছেন না। ৬০ শতাংশ আসনেই নতুন মুখকে প্রার্থী করা হচ্ছে।