WB Election 2021 LIVE Updates: বিজেপির হয়ে ২৫ মার্চ থেকে প্রচারে মিঠুন, বাঁকুড়া, পুরুলিয়া, পঃ মেদিনীপুরে জনসভা
West Bengal Assembly Election 2021 LIVE Updates: আজ ফের রাজ্যে নির্বাচনী সভা অমিত শাহের।
প্রথম দফার ভোটের আগেই রাজ্যে ভোটের প্রচারে মিঠুন চক্রবর্তী। ২৫ মার্চ থেকেই বিজেপির প্রচারে নামছেন মিঠুন চক্রবর্তী। বাঁকুড়া, পুরুলিয়া, পঃ মেদিনীপুরের সভায় মিঠুন। শালতোড়া, মানবাজার, কেশিয়াড়িতেও মিঠুনের সভা।
প্রথম দফা ভোটের বাকি আর মাত্র চারদিন। তার আগে শাসক-বিরোধী প্রচারে ঝড়। ঘাটালে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। তৃণমূল প্রার্থীর সমর্থনে কাঁথি দক্ষিণে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাঁকুড়ার রানিবাঁধে ভোটপ্রচারে দিলীপ ঘোষ।
ভোটের আগে হেভিওয়েট মিটিং-মিছিলে জমজমাট দুই মেদিনীপুর। ঘাটালে রোড শো বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। পটাশপুরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে রাজীব বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তৃণমূল প্রার্থীর সমর্থনে কাঁথি দক্ষিণে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মেদিনীপুর শহরে অমিত শাহর রোড শো। রোড শো-তে বিজেপি-কর্মী সমর্থকদের ঢল।
ভোটের আগে মেদিনীপুরে অমিত শাহের রোড শো। কেরানিটোলা থেকে গোলকুঁয়াচক পর্যন্ত বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো।
ভোট দিলেই মিলবে টাকা। প্রচারের সময় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর মন্তব্যের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূলের।
করোনা পরিস্থিতিতে লাগামহীন রাজনৈতিক মিটিং-মিছিল, অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা। প্রচারে ঝড় তোলার জন্য সভা-সমাবেশ রাজনৈতিক দলগুলির। কোভিড গাইডলাইন মানা হচ্ছে না, উদাসীন নির্বাচন কমিশন। রাজ্যের স্বনামধন্য চিকিৎকরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুর, আসবাব-নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাতে চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকায় পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পার্টি অফিসে ভাঙচুর করে আসবাব-নথি বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে আজ সকালে ঘণ্টাখানেক চিলাখানা-নাটাবাড়ি সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।
কোচবিহারের ঘুঘুমারি এলাকায় আরএসএস কর্মীর বাড়িতে বোমাবাজি। হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আরএসএস কর্মীর অভিযোগ, বোমাবাজির নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। শাসকদলের পাল্টা দাবি, ভোটের আগে রাজনৈতিক কারণে তাদের দোষারোপ করছে বিজেপি।
নানুরের বাসাপাড়ায় বিজেপির মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বিজেপি প্রার্থী তারক সাহার অভিযোগ, মিছিল চলাকালীন পার্টি অফিস থেকে বেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি দেয় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধরও করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
‘সিএএ চালু করে, সব শরণার্থীদের নাগরিকত্ব দেব। রবীন্দ্রনাথ-সত্যজিতের নামে পুরস্কার চালু করা হবে। কোনও গুন্ডাকে ভয় না পেয়ে, বাংলার কল্যাণে ভোট দিন। কোনও গুন্ডা এবার মা-ভাই-বোনেদের উপর হাত তুলতে পারবে না,’ গোসাবার জনসভায় বললেন অমিত শাহ।
‘বাংলার এই ভূমি স্বাধীনতা আন্দোলনে দেশকে নেতৃত্ব দিয়েছে। রাজ্যে বিজেপি সরকার গড়লে, এলাকায় পাইপে আসবে পরিশ্রুত জল। এলাকায় তৈরি হবে সেতু। দিদি সুন্দরবনের সঙ্গে অনেক অন্যায় করেছেন। সুন্দরবনকে আমরা দেশের অন্যতম উন্নত এলাকা বানাব। আমফানের ১০ হাজার কোটি কোথায় গেল? ভাইপো কোম্পানি সব টাকা খেয়ে নিয়েছে। যারা চুরি করেছে এসআইটি তৈরি করে তা বের করা হবে। দোষীদের আমরা জেলে ঢোকাব। সুন্দরবনে এইমস তৈরি করব, চিকিৎসার জন্য কলকাতা যেতে হবে না। মৎস্যজীবীদের জন্য আলাদা আর্থিক সাহায্য করা হবে। মৎস্যজীবীদের জন্য ৩ লক্ষ টাকার বিমা। বাঘ সংরক্ষণে আলাদা উদ্যোগ নেওয়া হবে। যা প্রতিশ্রুতি দেওয়া হয়, বিজেপি তা পূরণ করে,’ গোসাবায নির্বাচনী জনসভায় বললেন অমিত শাহ।
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে অভিনেতা হিরণের সমর্থনে আজ খড়গপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে পদযাত্রা করেন মেদিনীপুরের সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রার্থীকে নিয়ে পথসভাও করেন তিনি।
রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তরফদার পাড়ায় আজ সকালে কর্মিসভা করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিনেত্রী অরুন্ধতী ওরফে লাভলি মৈত্র। ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতেই কর্মিসভার আয়োজন দাবি তৃণমূল প্রার্থীর। ইভিএমে কারচুপির আশঙ্কায় কর্মীদের সতর্ক থাকার কথা জানিয়েছেন লাভলি।
কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী অভিনেত্রী অঞ্জনা বসু। এদিন কালিকাপুর ও প্রতাপনগর এলাকায় প্রচার করেন তিনি। কখনও হেঁটে কখনও টোটোয় চড়ে চলে জনসংযোগ।
রুপোলি পর্দা ছেড়ে সদ্য রাজনীতির আঙিনায় পা রেখেছেন। প্রচারে নামতেই তাঁকে ঘিরে ভিড় করছেন ভোটাররা। এদিনও হুগলির চণ্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্তর প্রচারে দেখা গেল একই ছবি। আজ গরলগাছা থেকে শুরু করে বরিজহাটি গ্রামে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন তারকা প্রার্থী।
প্রচারে বেরিয়ে আক্রান্ত খেজুরির তৃণমূল প্রার্থী। গাড়ি ভাঙচুর। গাড়ি থেকে প্রার্থীকে টেনে বের করার চেষ্টা, হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আজ সকালে প্রচারে বের হন খেজুরির তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম দাস। তাঁর অভিযোগ, বীরবন্দ পাটনা বাজারের কাছে তাঁর গাড়ি আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ইট দিয়ে গাড়ির কাচ ভাঙা হয়। গাড়ি থেকে প্রার্থীকে টেনে বের করার চেষ্টা করে দুষ্কৃতীরা। কাছেই পার্টি অফিস থেকে কর্মী, সমর্থকরা ছুটে এলে ওই দুষ্কৃতীরা পালিয়ে যায়। অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
ভোটের আগে উত্তপ্ত লালমাটির দেশ বীরভূম। বোলপুর বিধানসভার পাড়ুইতে বিজেপির পতাকা, ফেস্টুন খুলে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে দেখা যায় মনোহরপুর গ্রামে বিজেপির পতাকা, ফেস্টুন খুলে ফেলে দেওয়া হয়েছে। ওই এলাকাতেই আজ নির্বাচনী সভা রয়েছে বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দ্রনাথ সিংহর। তার আগে তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা, ফেস্টুন খুলে ফেলে বলে অভিযোগ গেরুয়া শিবিরের। অন্যদিকে, দুবরাজপুর বিধানসভার লোকপুরে বিজেপির দেওয়াল লিখনে কাদা লেপার ঘটনায় নাম জড়াল তৃণমূলের। দুটি ঘটনাতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করেছে শাসকদল।
কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির পার্টি অফিস ভাঙচুর, আসবাব-নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরের অভিযোগ, গতকাল রাতে চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকায় পার্টি অফিসে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পার্টি অফিসে ভাঙচুর করে আসবাব-নথি বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়। প্রতিবাদে আজ সকালে ঘণ্টাখানেক চিলাখানা-নাটাবাড়ি সড়ক অবরোধ করেন বিজেপি কর্মীরা। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়ার পর অবরোধ ওঠে। তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা।
ময়ূরেশ্বরের দক্ষিণ গ্রাম পঞ্চায়েত এলাকায় টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদ করায় এক বিজেপি কর্মীকে তৃণমূল প্রধানের স্বামী আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেন বলে অভিযোগ। টাকা বিলি ও হুমকির অভিযোগ অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে প্রধানের স্বামীকে মারধরের পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল। দু’ পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে।
দেগঙ্গায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল। ৭ মার্চ, মোদির ব্রিগেড সমাবেশের দিন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দেগঙ্গার বিশ্বনাথপুরের বাসিন্দা এক বিজেপি কর্মীর। দিনকয়েক আগে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। গতকাল দেগঙ্গার বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে মৃতের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন বিজেপির রাজ্য সহ সভাপতি। ভোট কেনার কৌশল, ঘটনায় বিজেপির বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে কটাক্ষ করেছে তৃণমূল। বিধিভঙ্গের অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির।
ডঙ্কা-কাঁসর বাজিয়ে নাচের তালে ভোট প্রচারে রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস। সাতসকালে মতুয়া ভক্তদের নিয়ে ধানতলা দৌলা এলাকায় শুরু করেন নির্বাচনী প্রচার।
২৪ ঘণ্টার ব্যবধানে ভাঙড় থেকে ফের উদ্ধার হল বোমা। ভোটের মুখে পরপর দু’ দিনে একই এলাকা থেকে প্রায় তিনডজন বোমা উদ্ধার হল।
বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমেই তৃণমূলের কটাক্ষের মুখে শিশির। বিজেপি-তৃণমূল হাতাহাতি। পাকিস্তানের প্রসঙ্গ টেনে এবার নন্দীগ্রামে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। ধর্মীয় মেরুকরণের চক্রান্ত, পাল্টা কুণাল।
হাতিয়ার বর্ধমানে বিস্ফোরণ। আইনশৃঙ্খলা নিয়ে ফের তৃণমূলকে আক্রমণে বিজেপি। কাজ নেই, তাই অহেতুক রাজনীতি, পাল্টা তৃণমূল। বাঁকুড়ার সভা থেকে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
ভোটের ৪ দিন আগে বর্ধমানে বিস্ফোরণ, বোমা ফেটে শিশুর মৃত্যু, আহত আরও ১ শিশু। বর্ধমান মেডিক্যালে ভর্তি। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, দাবি পুলিশের। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল কমিশন।
সংযুক্ত মোর্চার ২ দলের ২ ইস্তাহার। সিপিএমের পর ইস্তেহার প্রকাশ কংগ্রেসেরও। আইনশৃঙ্খলা থেকে শিল্প-বিধানচন্দ্র রায়ের স্বপ্নকে সামনে রেখে ৮ দফা প্রতিশ্রুতি।
প্রেক্ষাপট
আজ রাজ্যে অমিত শাহ-নাড্ডা, পুরুলিয়ায় মমতা, কাঁথিতে অভিষেক। পুরুলিয়ায় আজ তিন সভা তৃণমূলনেত্রীর। ২ জেলায় কর্মসূচি অমিত শাহর। প্রথমটি সুন্দরবনে। দ্বিতীয়টি মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ঘাটালে রোড শো জে পি নাড্ডা।
ভোটের ৪ দিন আগে বর্ধমানে বিস্ফোরণ, বোমা ফেটে শিশুর মৃত্যু, আহত আরও ১ শিশু। বর্ধমান মেডিক্যালে ভর্তি। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, দাবি পুলিশের। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চাইল কমিশন।
হাতিয়ার বর্ধমানে বিস্ফোরণ। আইনশৃঙ্খলা নিয়ে ফের তৃণমূলকে আক্রমণে বিজেপি। কাজ নেই, তাই অহেতুক রাজনীতি, পাল্টা তৃণমূল। বাঁকুড়ার সভা থেকে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নেমেই তৃণমূলের কটাক্ষের মুখে শিশির। বিজেপি-তৃণমূল হাতাহাতি। পাকিস্তানের প্রসঙ্গ টেনে এবার নন্দীগ্রামে তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। ধর্মীয় মেরুকরণের চক্রান্ত, পাল্টা কুণাল।
শুভেন্দুর হয়ে নন্দীগ্রামেই ভোটের প্রচারে নামছেন মিঠুন। ৩০ মার্চ নন্দীগ্রামে রোড শো, জানালেন শুভেন্দু। জল্পনা বাড়িয়ে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে দিব্যেন্দু। পরশু কাঁথিতে মোদির সভায় আমন্ত্রণ।
সংযুক্ত মোর্চার ২ দলের ২ ইস্তাহার। সিপিএমের পর ইস্তেহার প্রকাশ কংগ্রেসেরও। আইনশৃঙ্খলা থেকে শিল্প-বিধানচন্দ্র রায়ের স্বপ্নকে সামনে রেখে ৮ দফা প্রতিশ্রুতি।
কমিশনের নির্দেশের পরেই কলকাতা পুরসভায় প্রশাসক বদল। ফিরহাদের জায়গায় দায়িত্বে খলিল আহমেদ। রাজনীতিবিদদের সরিয়ে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর পুরসভাতেও বসল আমলা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -