মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা নাম। প্রথমে ক্রিকেটার হিসাবে দেশকে দিয়েছেন একাধিক গর্ব করার মতো মুহূর্ত। কোচ হিসাবে ভারতকে ১১ বছর দিয়েছেন কোনও আইসিসি ট্রফি।
সেই রাহুল শরদ দ্রাবিড়কে (Rahul Dravid) কি এবার ভারতরত্ন দেওয়া হবে? জোরাল সওয়াল করলেন আর এক কিংবদন্তি ক্রিকেটার, সুনীল মনোহর গাওস্কর (Sunil Gavaskar)। দ্রাবিড়কে ভারতরত্ন দেওয়া উচিত, দাবি গাওস্করের। একটি সংবাদপত্রে নিজের কলামে গাওস্কর দাবি তুলেছেন, ভারতরত্ন দেওয়া হোক দ্রাবিড়কে। ক্রিকেটার হিসাবে যিনি মহান ছিলেন। ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় ও ইংল্যান্ডের মাটি থেকে সিরিজ় জিতেছেন। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসাবে দারুণ কাজ করেছেন। ভারতীয় ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরিতেও বড় ভূমিকা ছিল দ্রাবিড়ের, মত গাওস্করের। সিনিয়র দলের কোচ হিসাবেও দ্রাবিড়ের কাজ প্রশংসার যোগ্য, জানিয়েছেন গাওস্কর।
লিটল মাস্টার লিখেছেন, 'ভারত সরকার দ্রাবিড়কে ভারতরত্ন দিলে সেটা ওর জন্য যোগ্য সম্মান হবে। এটা ওর প্রাপ্য। দেশের মহান একজন ক্রিকেটার ও অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজ়ের মাটিতে এমন সময় সিরিজ জিতেছে যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজ় জয়কে বেশ গুরুত্ব দেওয়া হতো। পাশাপাশি ইংল্যান্ডের মাটিতেও টেস্ট সিরিজ জিতেছে। ভারতের মাত্র তৃতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। তৃণমূল স্তর থেকে ক্রিকেটার তুলে আনার ব্যাপারে ওর জুড়ি মেলা ভার। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান হিসাবে ও পরে জাতীয় সিনিয়র দলের কোচ হিসাবে দারুণ কাজ করেছে।'
ভারতের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক বছর পর, ২০১৪ সালে মাস্টার ব্লাস্টারকে এই পুরস্কার দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। গাওস্কর মনে করেন, দ্রাবিড়ের অবদান শুধু কোচ হিসাবে দেখলেই হবে না। ক্রিকেটার হিসাবেও ভারতকে বহু স্মরণীয় ম্যাচ জিতিয়েছেন দ্রাবিড়। ভারতকে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার নেপথ্যেও ভূমিকা ছিল দ্রাবিড়ের, বলেছেন গাওস্কর।
আরও পড়ুন: কীভাবে টসের সময় পন্টিংকে বোকা বানিয়েছিলেন সৌরভ? জন্মদিনে অজানা গল্প