WB Election 2021 LIVE Updates: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, মমতাকে নোটিশ কমিশনের
West Bengal Assembly Election 2021 LIVE Updates: কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুরে অমিত শাহ।
কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। প্রতিবাদে বিজেপি নেতা সৌমিত্রর খাঁয়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসে বিজেপি।
সংখ্যালঘুদের উদ্দেশে মমতার বার্তা, কমিশনের নোটিস। ‘মমতার মন্তব্য নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন’। ৪৮ ঘণ্টার মধ্যে বক্তব্য জানাতে মমতাকে কমিশনের নোটিস। ‘শয়তানদের কথা শুনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না’। ৩ এপ্রিল তারকেশ্বরে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরুদ্ধে কমিশনে নালিশ মুখতার আব্বাস নকভির।
কোচবিহারের শীতলকুচিতে দিলীপ ঘোষের গাড়িতে 'হামলা'। সভা করে ফেরার পথে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে হামলা। কনভয়ে হামলার পরে ব্যাপক বোমাবাজির অভিযোগ।
বাংলায় ১২টা বিশ্ববিদ্যালয় ছিল। ৫-৬ বছরে সেই সংখ্যাটা বাড়িয়েছি।
শান্তিনিকেতনের নাম বদলে দেবে বলছে। কটাক্ষ মমতার।
নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদি জবাব দাও। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়।
হাওড়ার পর এবার বেহালায় রোড শো অমিত শাহর। বেহালা চৌরাস্তা থেকে শুরু হয়েছে রোড শো। অন্যদিকে ঢাকুরিয়া থেকে মিছিল সংযুক্ত মোর্চার।
তৃতীয় দফায় রাজ্যে ভোট পড়ল ৮৫%। দক্ষিণ ২৪ পরগনায় ভোট পড়েছে ৮৬ শতাংশ। হাওড়ায় ভোট পড়েছে ৮৪ শতাংশ। হুগলিতে ভোট পড়েছে ৮৪ শতাংশ।
ভোটের পর রায়দিঘিতে আক্রান্ত বিজেপির কর্মী। মারধর, ধারাল অস্ত্র দিয়ে আঘাত। বারুইপুরের নবগ্রামে বোমাবাজি। বিজেপি কর্মীর পরিবারের সদস্য এক অন্তঃসত্তাকেও মারধরের অভিযোগ। হাওড়ার জগত্বল্লভপুরে আক্রান্ত আইএসএফ। সবকটি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার তৃণমূলের।
গোঘাটে ভোট পরবর্তী অশান্তি। বিজেপি কর্মীদের লক্ষ্য করে কটূক্তি, হুমকির অভিযোগ। অভিযুক্তের বাইক ভাঙচুর। পুলিশের গাড়িতেও চড়াও। হাবড়ায় পতাকা টাঙানো নিয়ে সংঘর্ষে জড়াল তৃণমূল-আইএসএফ। ভয় দেখাতে বোমাবাজিরও অভিযোগ। অস্বীকার তৃণমূলের।
সিতাইয়ের বিজেপি প্রার্থী দীপক রায়ের প্রচারের সময় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গাড়ি ভাঙচুর। তুফানগঞ্জের সর্প সিংড়ায় বিজেপির অস্থায়ী অফিসে আগুন লাগানোর অভিযোগ। দু’টি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার তৃণমূলের।
কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল। গতকাল রাতের সংঘর্ষে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর হয়। কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িও ভাঙচুর হয়। এক যুবক আহত হয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর দাবি, তিনি সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ যদিও সংঘর্ষে গুলি চলেছে বলে এখনও কিছু জানায়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
নির্বাচন কমিশনকে বলব অসমের সীমানা, বাংলাদেশের সীমানা সিল করে দিতে, যাতে নির্বাচনের দিন বাইরে থেকে কেউ এসে গুণ্ডামি করতে না পারে। কোচবিহারের জনসভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাফাল চুক্তিতে ঘুষের কথা রবিশঙ্কর প্রসাদ কার্যত মেনেছেন। এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক, দাবি সুখেন্দুশেখর রায়ের। নিয়ম মেনেই টেন্ডার হয়েছে। যত মিথ্যে কথা বলবে, ততই ভোট বাড়বে বিজেপির। রাফাল প্রসঙ্গে পাল্টা জয়প্রকাশ।
কেন্দ্রের সহযোগিতা ছাড়া বড়শিল্পের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা যায় না। সেই সহযোগিতা কি গত ১০ বছরে পশ্চিমবঙ্গ পেয়েছে? তাহলে কলকাতায় একটা উপযুক্ত বন্দরও নেই কেন? প্রশ্ন সুব্রত মুখোপাধ্যায়ের।
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জবাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেছেন, আগের মতো পুলিশ আর ভোটের সময় দাঁড়িয়ে থাকছে না।
নির্বাচনের সময় পুলিশ বিজেপি হয়ে যায়। আরামবাগের ওসির দৌড় দেখেছি। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে আমাদের কিছু বলার নেই। কিন্তু অমিত শাহের নির্দেশ সিআরপিএফ ভোটারদের বাধা দিচ্ছে। কোচবিহারের জনসভায় বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাংলার জন্য ছোট-বড় শিল্প আনতে তৈরি হয়েছে বিশেষ পরিকল্পনা। কোন কেন্দ্রে কে প্রার্থী তার মধ্যে এখন আর আটকে নেই পশ্চিমবঙ্গের ভোট। সিঙ্গুরে রোড শো-এ এবিপি আনন্দর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের মুখোমুখি হয়ে জানালেন অমিত শাহ।
আলিপুরদুয়ারে বিজেপি-তৃণমূল ছাত্র পরিষদের সংঘর্ষে আহত দু’পক্ষের ৪ জন। গতকাল রাতে আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডে সারংপট্টি এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূলের দাবি, তাদের সমর্থকরা প্রচার সেরে ফেরার সময় আক্রান্ত হয়। এক তৃণমূল ছাত্র পরিষদ কর্মীর ধারাল অস্ত্রের আঘাতে কান কেটে গেছে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তাঁর দাদাও। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তরফে অভিযোগ করা হলেও তা অস্বীকার করেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরাই। এই ঘটনায় তৃণমূলের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ-কর্মীদের সংঘর্ষ। গতকাল রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজিও হয়। এই ঘটনায় আইএসএফ-এর ৪ কর্মী আহত হয়েছেন। রাতেই ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তৃতীয় দফার ভোট মেটার পরেই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, বামনগাজি এলাকায় ভোট শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বিজেপি কর্মী অমিত পাইক। কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে মারধর করে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। আহত ওই বিজেপি কর্মীকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরামবাগে পুলিশ কী করেছে দেখেছি। আরামবাগের ওসি-র উপর নজর রাখছি, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাশ কুপন বিলি করছে বিজেপি। সেখানে মোদির সভায় গেলে ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আইনানুগ তদন্ত করে ব্যবস্থা নিক কমিশন, দাবি সুখেন্দু শেখর রায়ের। এরকম কোনও ঘটনা ঘটেনি। তথ্য ছাড়া অভিযোগ করছে তৃণমূল। চাইলে কমিশনে যাক. চ্যালেঞ্জ জয়প্রকাশের।
৩৪ বছর ধরে রাজ্যে গণতন্ত্রকে হত্যা করেছে বামেরা। এখন তাদের সঙ্গেই জোট বেঁধেছে কংগ্রেস। ওরা দেউলিয়া হয়ে গেছে। মানুষ ওদের চায় না। অধীররঞ্জন চৌধুরীকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের।
রাজ্যে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে, এবার গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছে তৃণমূল, খোঁচা অধীররঞ্জন চৌধুরীর।
তৃণমূল ২০০ আসন চায়, কারণ ভোটের পর গদ্দাররা দল ছাড়তে পারেন। তাই বেশি আসন চেয়ে রাখছেন মমতা, কটাক্ষ অধীরের। পঞ্চম দফা ভোটেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে তৃণমূল। তাই হতাশা থেকেই এরকম কথা বলছে কংগ্রেস। দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।
সিএএ, নারায়ণী ব্যাটালিয়ন নিয়ে মিথ্যা বলছে বিজেপি, কোচবিহারের সভায় দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিজেপি নেতা ও সাংসদ সুনীল মণ্ডল তাঁকে খুনের হুমকি দিয়েছেন। এই মর্মে থানায় অভিযোগ দায়ের করলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, গতকাল দাঁইহাটের এক কর্মিসভায় সুনীল বলেন, ভোটের পর যাতে রবীন্দ্রনাথ কাটোয়া ছেড়ে বেরোতে না পারেন, তার জন্য শহর ঘিরে রাখতে হবে। যদিও সুনীলের দাবি, তিনি খুনের হুমকি দেননি। নির্বাচন কমিশন জানতে চাইলে তিনি জবাব দেবেন বলে জানিয়েছেন সুনীল।
মতুয়া মহাধর্ম মেলার আয়োজন নিয়ে এবার মমতাবালা ঠাকুর ও শান্তনু ঠাকুরের দ্বন্দ্ব প্রকাশ্যে। গতকালই মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর জানিয়েছেন, এ বছর করোনা পরিস্থিতির কারণে মতুয়া মহাধর্ম মেলা হচ্ছে না। গাইঘাটা এলাকায় কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত বলে জানান তিনি। যদিও অপর এক সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর জানিয়েছেন, আগামী ৯ এপ্রিল নির্দিষ্ট সময়েই মেলা হবে। এই নিয়েই দু’তরফের সংঘাত বেঁধেছে।
মুর্শিদাবাদের সুতিতে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার হল। সূতি থানার ইন্দ্রনগর কলোনিতে আজ সকালে এক বালতি ও এক ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা ঘিরে রেখেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।
তৃণমূলের সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ক্যাশ কুপন বিলি করছে বিজেপি। সেখানে মোদির সভায় গেলে ১ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি। আইনানুগ তদন্ত করে ব্যবস্থা নিক কমিশন।’
তৃণমূলের সাংবাদিক বৈঠকে সুখেন্দুশেখর রায়। তিনি বলেন, ‘রাফাল নিয়ে ফ্রান্সে দুর্নীতির তথ্য এসেছিল আগেই। ভারতের মতো সেখানেও পরে সবকিছু আড়াল হয়ে যায়। রাফাল চুক্তিতে ঘুষের কথা রবিশঙ্কর প্রসাদ কার্যত মেনেছেন। উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক।’
কংগ্রেসের সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘মোদির ব্রিগেডে কোটি টাকা খরচ করে করা হয়েছে বিলাসিতা। সংযুক্ত মোর্চার ব্রিগেড ছিল সংগ্রাম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ২০০ আসন দরকার। গদ্দারি করে অনেকে পালাবেন, তাই বেশি আসন চাইছেন।’
কংগ্রেসের সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘পঞ্চায়েতে ৩৪ শতাংশ আসনে বিনা নির্বাচনে জয়ী হয় তৃণমূল। গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে, তারাই এবার গণতন্ত্রকে বাঁচানোর লড়াই লড়ছে। তৃতীয় শক্তি আজ রাজ্যে নিজেদের স্থান সুনিশ্চিত করছে। ব্রিগেডে সাধারণ মানুষের জনস্রোত দেখা গিয়েছে।’
কংগ্রেসের সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন এখানে। মন্ত্রকের কাজ ছেড়ে তাঁরা দু’জনেই এখানে। বাংলা এখন তাঁদের সবচেয়ে বড় এজেন্ডা। তাই ছত্তীসগঢ়ে মাও হামলায় নিহত হয়েছেন ২২ জওয়ান।’
কংগ্রেসের সাংবাদিক বৈঠকে অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বাংলার ভোটে সাম্প্রদায়িক আগ্রাসনকে হাতিয়ার করেছে বিজেপি। ভারতের প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন এখানে।’
উত্তর ২৪ পরগনার খড়দার বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত আজ প্রচার করেন। পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি।
উত্তর ২৪ পরগনার হাবড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৮ নম্বর ওয়ার্ডে আজ প্রচার করেন। দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে শরীরচর্চাও করেন।
লোকাল ট্রেনে প্রচার করলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ সকালে ব্যান্ডেল স্টেশনে টিকিট কেটে তিনি লোকাল ট্রেনে ওঠেন। ব্যান্ডেল থেকে চুঁচুড়া স্টেশন পর্যন্ত যান। ট্রেনে নিত্যযাত্রীদের সঙ্গে কথা বলেন।
চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় প্রচার করলেন ৫০ নম্বর ওয়ার্ডের ক্রিক রো এবং আশপাশের এলাকায়। পায়ে হেঁটে বাড়ি বাড়ি প্রচার করেন তিনি।
তৃতীয় দফার ভোটের পরই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটল। বিজেপির অভিযোগ, বামনগাজি এলাকায় ভোট শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন বিজেপি কর্মী অমিত পাইক। অভিযোগ, কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে মারধর করে। ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। আহত ওই বিজেপি কর্মীকে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের জিরানপুরে তৃণমূল বিজেপির সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়াল। গতকাল রাতের সংঘর্ষে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর হয়। কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িও ভাঙচুর হয়। এক যুবক আহত হয়ে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তাঁর দাবি, তিনি সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ যদিও সংঘর্ষে গুলি চলেছে বলে এখনও কিছু জানায়নি। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
পশ্চিম বর্ধমানে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে লক্ষ্মণ ঘোড়ুইকে। তাঁর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য চন্দ্রমল্লিকা বন্দ্যোপাধ্যায়। চন্দ্রমল্লিকা দীর্ঘদিন লক্ষ্মণের ছায়াসঙ্গী ছিলেন। চন্দ্রমল্লিকার অভিযোগ, বিজেপি যাঁকে প্রার্থী করেছে, তাঁর অনেক দুর্নাম রয়েছে।এ প্রসঙ্গে লক্ষ্মণের দাবি, কোনও সমস্যা থাকলে উনি দলের ভিতরে বলতে পারতেন। এ নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল।
পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত সিঁথি থানা এলাকার ফুলবাগান। গতকাল রাতে ওই ঘটনা ঘটে। বিজেপির অভিযোগ, তাদের কর্মীরা দলীয় পতাটা টাঙানোর সময় তৃণমূলের কর্মীরা হামলা চালায়। মারধর করা হয় বিজেপি কর্মীদের। ঘটনায় ৩ বিজেপি কর্মী আহত হয়েছেন। পাল্টা তৃণমূলের অভিযোগ, তাদের কর্মীদের ওপর হামলা চালায় বিজেপি। দু’পক্ষই সিঁথি থানায় অভিযোগ দায়ের করেছে।
আজই বিকেল সাড়ে চারটেয় ঢাকুরিয়ায় সংযুক্ত মোর্চার মহামিছিল রয়েছে বিমান বসু, অধীর চৌধুরীর নেতৃত্বে।
সকালে সাড়ে ১০টায় মিঠুন চক্রবর্তী রোড শো করবেন গড়িয়া থেকে সোনারপুর পর্যন্ত।
উত্তর ২৪ পরগনার হাবড়ায় পতাকা টাঙানোকে কেন্দ্র করে তৃণমূল ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা আইএসএফ-কর্মীদের সংঘর্ষ। গতকাল রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজিও হয়। ঘটনায় আইএসএফ-এর ৪ কর্মী আহত হয়েছেন। রাতেই ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ। আইএসএফ-এর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বীরভূমের নানুরে রাতভোর বোমাবাজির জেরে আতঙ্ক ছড়াল এলাকায়। পঞ্চায়েত অফিসের সামনে থেকে উদ্ধার তাজা বোমা। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ। তৃণমূল ও বিজেপি, পরস্পরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করেছে।
আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক কর্মসূচি। প্রথমে হুগলির সপ্তগ্রামে জনসভা। দ্বিতীয়টি ওই জেলার চাঁপদানিতে। এরপর হাওড়া শিবপুরে রোড শো।
আজ ফের রাজ্যে অমিত শাহ। চার জায়গায় রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রথম রোড শো সিঙ্গুরে। দ্বিতীয়টি ডোমজুড়ে। তৃতীয় রোড শো মধ্য হওড়ায়। শেষ রোড শো বেহালা পূর্বে।
উত্তরবঙ্গে থেকে ফিরে আজ কলকাতায় জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে সভা যাদবপুরে। দ্বিতীয়টি টলিগঞ্জে।
আজ উত্তরবঙ্গে জোড়া জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রথমে সভা কোচবিহারে। দ্বিতীয়টি শীতলকুচিতে।
মৃতদেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ওসি-সহ আহত ২। পাল্টা কাঁদানে গ্যাস। নিহতকে সমর্থক বলে দাবি বিজেপির, খারিজ পরিবারের।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই তৃতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮ শতাংশ। ক্যানিংয়ে ভোট শেষের পরেও বুথে লাইন। শনিবার ভোটের আগে একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন।
প্রেক্ষাপট
আজ রাজ্যে অমিত শাহ। চার জায়গায় রোড শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আজ উত্তরবঙ্গে জোড়া সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরে, কলকাতায় ফিরে আরও ২ সভায় অংশ নেবেন তিনি। হুগলি ও হাওড়ায় তিন সভা অভিষেকের।
বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই তৃতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৭৮ শতাংশ। ক্যানিংয়ে ভোট শেষের পরেও বুথে লাইন। শনিবার ভোটের আগে একসঙ্গে কলকাতার ৮ রিটার্নিং অফিসারকে সরাল কমিশন।
আরামবাগে দফায় দফায় আক্রান্ত সুজাতা। তৃণমূল প্রার্থীর মাথায় বাঁশের বাড়ি। লাঠি নিয়ে তাড়া। পরিকল্পনা করে খুনের অভিযোগ সুজাতার। গ্রামে ঢুকে পাল্টা হুমকির অভিযোগ বিজেপির। আটক ৫।
আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া হাসপাতালের সামনেই তৃণমূলের হাতে আক্রান্ত পাপিয়া অধিকারী। নিরাপত্তারক্ষীর সামনে সজোরে গলা ধাক্কা। পাপিয়াকে হেনস্থার অভিযোগে কমিশনে বিজেপি। ২ তৃণমূলকর্মী গ্রেফতার।
পরপর ২ বার খানাকুলে আক্রান্ত তৃণমূল প্রার্থী। চ্যালা কাঠ নিয়ে তাড়া করে গ্রাম ছাড়া করল বিজেপি।
তারকেশ্বরে আক্রান্ত বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের এজেন্ট। ফলতায় বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা। উলুবেড়িয়া উত্তরে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। ইটে মাথা ফাটল নিরাপত্তারক্ষীর। বিষ্ণুপুরে তৃণমূলের হুমকিতেও পিছু হটলেন না ভোটার!
ভোটের আগের রাতে গোঘাটে বিজেপি সমর্থকের মায়ের রহস্যমৃত্যু। দেহে নেই আঘাতের চিহ্ন, জানাল কমিশন। ভোট শেষ হওয়ার কয়েকঘণ্টা আগে তৃণমূলের বুথ সভাপতির মৃত্যু। খুনের অভিযোগ খারিজ বিজেপির।
West Bengal Election 2021 LIVE
মৃতদেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র দুবরাজপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। ওসি-সহ আহত ২। পাল্টা কাঁদানে গ্যাস। নিহতকে সমর্থক বলে দাবি বিজেপির, খারিজ পরিবারের।
বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে না তৃণমূল আমলের সামাজিক প্রকল্প। আরও বাড়বে অনুদানের অঙ্ক। থাকবে না কাটমানি, সিন্ডিকেট। কোচবিহারের সভা থেকে আশ্বাস প্রধানমন্ত্রীর।
১০ বছরে শুধু কাটমানি-তোলাবাজি। প্রকাশ্যে অডিও টেপ, প্রমাণ হয়েছে অনেক কিছু। কোচবিহারে হুঙ্কার মোদির।
বিজেপির মিঠুনের পাল্টা তৃণমূলের প্রচারে জয়া বচ্চন। দমদমে ব্রাত্যর হয়ে রোড শো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -