WB Election 2021 LIVE: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন, আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন

ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 May 2021 08:37 PM

প্রেক্ষাপট

  কলকাতা: ভোট পরবর্তী অশান্তি ঘিরে রাজ্য-রাজনীতিতে ক্রমশ চড়ছে পারদ!পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। মামলার জল গড়িয়েছে আদালত পর্যন্তও!এই প্রেক্ষাপটে অশান্তির জন্য নাম না করে বিজেপিকে...More

WB Election Live Updates: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-

৩৫) দিলীপ মন্ডল


৩৬) আখরুজ্জামান


৩৭) শিউলি সাহা


৩৮) শ্রীকান্ত মাহাতো


৩৯) ইয়াসমিন সাবিনা


৪০) বীরবাহা হাঁসদা


৪১) জোৎস্না মান্ডি


৪২) পরেশ চন্দ্র অধিকারী


৪৩) মনোজ তিওয়ারি