WB Election 2021 LIVE: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন, আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন

ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 09 May 2021 08:37 PM
WB Election Live Updates: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা-

৩৫) দিলীপ মন্ডল


৩৬) আখরুজ্জামান


৩৭) শিউলি সাহা


৩৮) শ্রীকান্ত মাহাতো


৩৯) ইয়াসমিন সাবিনা


৪০) বীরবাহা হাঁসদা


৪১) জোৎস্না মান্ডি


৪২) পরেশ চন্দ্র অধিকারী


৪৩) মনোজ তিওয়ারি

WB Election Live Updates: প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) হিসেবে শপথ নেবেন যারা

২৫) বেচারাম মান্না


২৬) সুব্রত সাহা


২৭) হুমায়ন কবীর


২৮) অখিল গিরি


২৯) চন্দ্রিমা ভট্টাচার্য


৩০) রত্না দে নাগ


৩১) সন্ধ্যারাণী টুডু


৩২) বুলু চিক বারিক


৩৩) সুজিত বসু


৩৪) ইন্দ্রনীল সেন

WB Election Live Updates: ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেবেন যারা

১) সুব্রত মুখোপাধ্যায়


২) পার্থ চট্টোপাধ্যায়


৩) অমিত মিত্র


৪) সাধন পান্ডে


৫) জ্যোতিপ্রিয় মল্লিক


৬) বঙ্কিমচন্দ্র হাজরা


৭) মানস ভুঁইয়া


৮) সৌমেন মহাপাত্র


৯) মলয় ঘটক


১০) অরূপ বিশ্বাস


১১) উজ্জ্বল বিশ্বাস


১২) অরূপ রায়


১৩) রথীন ঘোষ


১৪) ফিরহাদ হাকিম


১৫) চন্দ্রনাথ সিনহা


১৬) শোভনদেব চট্টোপাধ্যায়


১৭) ব্রাত্য বসু


১৮) পুলক রায়


১৯) শশী পাঁজা


২০) মহম্মদ গুলাম রব্বানি


২১) বিপ্লব মিত্র


২২) জাভেদ খান


২৩) স্বপন দেবনাথ 


২৪) সিদ্দিকুল্লা চৌধুরী

WB Election Live Updates: শপথ নিতে চলা মোট ৪৩ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে

তৃতীয় তৃণমূল সরকারে ৪৩ জন মন্ত্রীর নাম প্রকাশ করা হয়েছে। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পূর্ণমন্ত্রী হচ্ছেন ১০ জন। আর প্রতিমন্ত্রী হচ্ছেন ৯ জন।

WB Election Live Updates: তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রিসভার ৩০জন সদস্যে আগামীকাল শপথগ্রহণ

কাল রাজভবনে তৃতীয় তৃণমূল সরকারের মন্ত্রীদের শপথ। শপথ নেবেন মমতা-মন্ত্রিসভার ৩০জন সদস্য।
অসুস্থ অমিত মিত্র, করোনায় আক্রান্ত ব্রাত্য বসু ভার্চুয়ালে শপথ নেবেন। এদিকে, প্রথমবার মমতা-মন্ত্রিসভায় রামনগরের বিধায়ক অখিল গিরি
কাল শপথ নেবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী হিসেবে কাল ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের শপথ।
কাল শপথ নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজিত বসু, সৌমেন মহাপাত্র, মলয় ঘটক, ইন্দ্রনীল সেন, স্বপন দেবনাথের।

WB Election Live Updates: রাজনৈতিক হিংসা রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল না, ট্যুইট রাজ্যপালের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। একইসঙ্গে রাজ্যের রাজনৈতিক হিংসার প্রসঙ্গও উল্লেখ করেছেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইটে তিনি বলেছেন, যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের ওপর হিংসার ঘটনা রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল না। আসন একযোগে তাঁর স্বপ্ন পূরণ করি। 


 

WB Election Live Updates: রাজনৈতিক হিংসা রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল না, ট্যুইট রাজ্যপালের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন রাজ্যপাল জগদীপ ধনকড়ের। একইসঙ্গে রাজ্যের রাজনৈতিক হিংসার প্রসঙ্গও উল্লেখ করেছেন রাজ্যপাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইটে তিনি বলেছেন, যাঁরা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তাঁদের ওপর হিংসার ঘটনা রবীন্দ্রনাথের স্বপ্ন ছিল না। আসন একযোগে তাঁর স্বপ্ন পূরণ করি। 


 

WB election 2021 Live: ভোট-পরবর্তী হিংসার ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে কেন্দ্রীয় প্রতিনিধিদল

ভোট-পরবর্তী হিংসার ঘটনায় পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলিতে এল কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন হেলিকপ্টারে চড়ে চুঁচুড়ায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদলের তিন সদস্য। ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এরপর রওনা দেন ধনেখালির উদ্দেশে। ভোট মিটতেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। তার প্রেক্ষিতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল।

WB Election 2021 LIVE: মুক্তিনগরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১২ জন বিজেপি কর্মী গ্রেফতার

দুবরাজপুরের মুক্তিনগরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় ১২ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খয়রাশোল থানার পুলিশ। গন্ডগোলের ঘটনায় গ্রেফতার এক তৃণমূল কর্মী। শুক্রবার রাতে মুক্তিনগরে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB Election 2021 LIVE: কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? ২  কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বর

পশ্চিমবঙ্গ বিধানসভায় কে হবেন বিজেপির পরিষদীয় দলনেতা? তা নির্বাচন করতে এবার ২ জন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ছাড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবকেও কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

প্রেক্ষাপট

  কলকাতা: ভোট পরবর্তী অশান্তি ঘিরে রাজ্য-রাজনীতিতে ক্রমশ চড়ছে পারদ!পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল। মামলার জল গড়িয়েছে আদালত পর্যন্তও!


এই প্রেক্ষাপটে অশান্তির জন্য নাম না করে বিজেপিকে দায়ী করে রাজ্য বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন অশান্তি রুখতে রং না দেখে কঠোর পদক্ষেপ নেবে তাঁর সরকার।


ভোট পরবর্তী অশান্তি নিয়ে এদিন বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেয়। এই পরিস্থিতি নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন ভোট পরবর্তী অশান্তির রিপোর্ট নিয়ে ফের বেধেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত।


শনিবার সন্ধেয় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল অভিযোগ করেন, রাজ্যে ভোট পরবর্তী হিংসা ও বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দিতে ব্যর্থ অতিরিক্ত মুখ্যসচিব এইচ এস দ্বিবেদী। তাই মুখ্যসচিবকে তলব করা হয়েছে। এমনকি, ৩মে রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার পুলিশ কমিশনার যে রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টও তিনি পাঠাননি।


রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলে রাজ্যপাল আরও লেখেন, সরকার নিজের সাংবিধানিক দায়িত্ব থেকে সরে আসছে। তা কোনওভাবেই এড়িয়ে যাওয়া যায় না।যখন রাজ্যে ভোটের পরে এত অশান্তির ঘটনা ঘটছে, তখন রাজ্যের সাংবিধানিক প্রধানকে কোনও তথ্য দেওয়া হচ্ছে না। এটা মানা যায় না!


সন্ধেয় রাজ্যপালের সঙ্গে দেখা করেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। ৯০ মিনিট কথা হয়। কিন্তু, কোনও রিপোর্ট জমা না দেওয়ায় ফের রাজ্যপাল ট্যুইটে অভিযোগ করেন, দু’জনেই এলেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রিপোর্ট আনলেন না। তাঁদের দ্রুত রিপোর্ট পাঠাতে নির্দেশ দিয়েছি। এই ধরনের কাজকর্ম অত্যন্ত বিরক্তিকর! আশা করি, এবার অন্তত যথাযথ জবাব আসবে।


২ মে রাজ্য বিধানসভার ভোটের ফল ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন জেলা থেকে অশান্তির খবর সামনে আসতে থাকে। এ নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


শনিবার  বীরভূমের নানুর, ময়ূরেশ্বর দুবরাজপুরের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ৪ সদস্যের প্রতিনিধি দল।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.