WB Election 2021 LIVE Updates: করোনা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্য সরকার, দাবি বিজেপির

West Bengal Assembly Election 2021 LIVE Updates: করোনা রুখতে পদক্ষেপ নেই রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Apr 2021 09:26 AM

প্রেক্ষাপট

অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। এবার দেখে নেওয়া যাক, ২০১৬-র বিধানসভা ভোট এবং ২০১৯-এর...More

COVID-19 LIVE Updates: সাতগাছিয়ায় প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ

পাতিপুকুর, হাওড়ার পর দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া। সাতগাছিয়ার আর্যপাড়ায় গতকাল ভোর ৫টায় মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার। প্রায় ১২ ঘণ্টা পর দেহ উদ্ধার। বজবজের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে উদ্ধার দেহ। পরে মহেশতলায় শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার। বৃদ্ধার মৃত্যু কোনও তথ্য মেলেনি বলে দাবি পুলিশের।