WB Election 2021 LIVE Updates: করোনা নিয়ে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্য সরকার, দাবি বিজেপির
West Bengal Assembly Election 2021 LIVE Updates: করোনা রুখতে পদক্ষেপ নেই রাজ্য সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 28 Apr 2021 09:26 AM
প্রেক্ষাপট
অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। এবার দেখে নেওয়া যাক, ২০১৬-র বিধানসভা ভোট এবং ২০১৯-এর...More
অষ্টম অর্থাৎ শেষ দফায় চারটে জেলার ৩৫টা আসনে ভোট। এর মধ্যে রয়েছে কলকাতার ৭টা, মালদার ৬টা, মুর্শিদাবাদের ১১টা এবং বীরভূমের ১১টা আসন। এবার দেখে নেওয়া যাক, ২০১৬-র বিধানসভা ভোট এবং ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে কে কোথায় দাঁড়িয়ে---২০১৬-র বিধানসভা ভোটে এই ৩৫টা আসনের মধ্যে ১৭টা আসনে জিতেছিল তৃণমূল। ১৭টা আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। বিজেপি জিতেছিল ১টা আসনে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই ৩৫টা আসনের মধ্যে ১৯টায় এগিয়ে ছিল তৃণমূল। ১১টায় এগিয়ে ছিল বিজেপি। কংগ্রেস এগিয়ে ছিল ৫টা আসনে। এবার জেলাওয়াড়ি ছবিটা দেখে নেওয়া যাক। অর্থাৎ ২০১৬-র বিধানসভা ভোট এবং ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে কোন জেলায় কে কোথায় দাঁড়িয়ে---অষ্টম দফায় কলকাতার ৭টা আসনে ভোট। এই ৭টা আসনই উত্তর কলকাতায়। ২০১৬-র বিধানসভা ভোটে এই ৭টা আসনের মধ্যে সবক’টি জিতেছিল তৃণমূল। বাম-কংগ্রেস জোট কিংবা বিজেপি একটিও আসন পায়নি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই সাতটা আসনের মধ্যে ৫টায় এগিয়ে ছিল তৃণমূল। ২টো আসনে এগিয়ে ছিল বিজেপি। শেষ দফায় মালদার ৬টা আসনে ভোট রয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৬টা আসনের মধ্যে ৫টা আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। একটা আসনে জিতেছিল বিজেপি। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে মালদার এই ছ’টা আসনের মধ্যে ৪টেতেই এগিয়ে ছিল বিজেপি, ২টো আসনে এগিয়ে ছিল কংগ্রেস। মুর্শিদাবাদের ১১টা আসনে ভোট শেষ দফায়। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ১১টা আসনের মধ্যে ১০টায় জিতেছিল বাম-কংগ্রেস জোট। ১টা আসনে জিতেছিল তৃণমূল। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে এই ১১টা আসনের মধ্যে ৮টা আসনে এগিয়ে ছিল তৃণমূল। ৩টে আসনে এগিয়ে ছিল কংগ্রেস। শেষ দফায় বীরভূমের ১১টা আসনে ভোট। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ১১টা আসনের মধ্যে ৯টা আসনে জিতেছিল তৃণমূল। ২টো আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফলের নিরিখে বীরভূমের এই ১১টা আসনের মধ্যে ৬টায় এগিয়ে ছিল তৃণমূল। ৫টা আসনে এগিয়ে ছিল বিজেপি।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
COVID-19 LIVE Updates: সাতগাছিয়ায় প্রায় ১২ ঘণ্টা পর উদ্ধার করোনা আক্রান্ত বৃদ্ধার দেহ
পাতিপুকুর, হাওড়ার পর দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া। সাতগাছিয়ার আর্যপাড়ায় গতকাল ভোর ৫টায় মৃত্যু করোনা আক্রান্ত বৃদ্ধার। প্রায় ১২ ঘণ্টা পর দেহ উদ্ধার। বজবজের ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উদ্যোগে উদ্ধার দেহ। পরে মহেশতলায় শেষকৃত্য সম্পন্ন হয় বৃদ্ধার। বৃদ্ধার মৃত্যু কোনও তথ্য মেলেনি বলে দাবি পুলিশের।