WB Election 2021 LIVE Updates: শিশিরের পর এবার বিজেপিতে দিব্যেন্দু অধিকারী?

West Bengal Assembly Election 2021 LIVE Updates: গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়ায় অভিযান চালায় পুলিশ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Mar 2021 06:42 AM
WB Election 2021: ৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দুর রোড শোয়ে মিঠুন

৩০ মার্চ নন্দীগ্রামে শুভেন্দুর রোড শোয়ে মিঠুন। ৩০ মার্চ টেঙ্গুয়া মোড় থেকে নন্দীগ্রাম বাজার রোড শো। রোড শোয়ে থাকবেন মিঠুন চক্রবর্তী, জানালেন শুভেন্দু। একই দিনে নন্দীগ্রামের রেয়াপাড়ায় অমিত শাহের রোড শো। রেয়াপাড়ায় রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

West Bengal Election 2021: মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড হাতে পেলেন পরিবারের সদস্যরা

মিঠুন চক্রবর্তীর ভোটার কার্ড হাতে পেলেন পরিবারের সদস্যরা। মোদির ব্রিগেড সমাবেশে বিজেপিতে যোগদানের পর এবার কী ভোটে লড়বেন তিনি? এই জল্পনাকে আরও উসকে দিয়েছে মিঠুনের বাংলার ভোটার হওয়া। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাশীপুর-বেলগাছিয়ার ভোটার হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়িও।

WB Election 2021 LIVE: বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যু, নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

বর্ধমানে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের। আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

West Bengal Election 2021: নন্দীগ্রামের সভা থেকে তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

পুলওয়ামার পরে বাংলার ভোটে ফিরল ‘পাকিস্তান’। অঞ্চলে অঞ্চলে ছোট ছোট পাকিস্তান। পাকিস্তান জিতলে বোমা ফাটায়। এদের হাতে ছাড়বেন কি না, ভাবতে হবে। নন্দীগ্রামের সভায় তৃণমূলকে আক্রমণে শুভেন্দু। 

WB Election 2021: কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভায় প্রশাসক বদল

কলকাতা, বিধাননগর সহ রাজ্যের ৫ পুরসভায় প্রশাসক বদল হল। নির্বাচন কমিশনের সুপারিশমতো মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি আজ এক নির্দেশিকায় প্রশাসক বদলের কথা জানায়।  রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে আইএসএস অফিসারদের নিয়োগ করা হয়েছে প্রশাসক পদে। 

West Bengal Election 2021: শিশিরের পর এবার বিজেপিতে দিব্যেন্দু অধিকারী?

শিশিরের পর এবার বিজেপিতে দিব্যেন্দু অধিকারী? পরশু কাঁথিতে মোদির সভায় থাকার আমন্ত্রণ। আমন্ত্রণ পেয়েছি, যাওয়ার সম্ভাবনা আছে। মোদি-মঞ্চে থাকা নিয়ে জানালেন তমলুকের তৃণমূল সাংসদ। 
জল্পনা বাড়িয়ে দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক, সূত্র। কবে বিজেপিতে যোগ দিচ্ছেন তমলুকের তৃণমূল সাংসদ। এখনও সময় ঠিক হয়নি, পরে জানাব। বললেন, দিব্যেন্দু অধিকার। 

WB Election 2021 LIVE: তৃণমূল-বিজেপির রোড শো, রণক্ষেত্র ভগবানপুর, লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর

তৃণমূল-বিজেপির রোড শো ঘিরে রণক্ষেত্র ভগবানপুর। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। প্রতিবাদ পথ অবরোধ। অভিযোগ অস্বীকার তৃণমূলের। রোড শো না করেই ফিরলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। 

WB Election 2021: ভেবেচিন্তে ভোট দিন, কেশপুরের সভা থেকে আব্বাস

প্রথম দফা নির্বাচনের আগে সরগরম রাজনীতির ময়দান। আজ কেশপুরে সভা করলেন আইএসএফ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি। ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা ভেবেচিন্তে ভোট দিন।  

West Bengal Election 2021: বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ, প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের

রাস্তায় পড়ে থাকা হাঁড়ির মধ্যেই ছিল বোমা। বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ। পূর্ব বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় ডিজির কাছে প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের। 

WB Election 2021 LIVE:  বাবুল সুপ্রিয়র মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ তৃণমূলের

টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র মনোনয়ন দাখিলের সময় বিক্ষোভ। রোড শো করে আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন দাখিল করতে যান বাবুল। কিন্তু জেলাশাসকের অফিসে ঢোকার আগে বাবুলের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা।

Congress Manifesto 2021 LIVE:  ‘যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন’, বললেন অধীর

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধীর বলেন, ‘২০২১-এ যা প্রতিযোগিতা, তা ২০১৬-য় দেখিনি। টিকিটের এমন চাহিদা অকল্পনীয়। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যত্‍ উজ্জ্বল। যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।’

Congress Manifesto 2021 LIVE:  ‘কংগ্রেসের প্রতি আশা-ভরসা বাড়ছে, প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে’, বললেন অধীর

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধীর বলেন, ‘ক্ষোভ-বিক্ষোভ থাকবেই, ইচ্ছা থাকলেও অনেককে জায়গা দিতে পারিনি। ২০২১-এ কংগ্রেসের প্রার্থী হওয়ার চাহিদা তুঙ্গে। কংগ্রেসের প্রতি আশা-ভরসা বাড়ছে।  ২০২১-এ যা প্রতিযোগিতা, তা ২০১৬-য় দেখিনি। টিকিটের এমন চাহিদা অকল্পনীয়। বোঝা যাচ্ছে কংগ্রেসের ভবিষ্যত্‍ উজ্জ্বল। যাঁরা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।’

Congress Manifesto 2021 LIVE:  ‘হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যৎ’, বললেন অধীর

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধীর বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’

Congress Manifesto 2021 LIVE:  ‘ইস্তেহারে আইনের শাসন, শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার’, বললেন অধীর

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। অধীর বলেন, ‘ইস্তেহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার। এর মধ্যে আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’

Congress Manifesto 2021 LIVE:  কংগ্রেসের ইস্তেহার প্রকাশ, ৮টি বিষয়ে অগ্রাধিকার

নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। আজ বিধান ভবনে দলীয় ইস্তেহার প্রকাশ করেন প্রদেশ সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সেখানে ৮টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

West Bengal Election 2021: সকাল সকাল ভোট প্রচারে বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল 

সকাল সকাল ভোট প্রচারে নামলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়ির কাছে চেতলা সিআইটি মার্কেটে প্রচার করেন তিনি। 

WB Election 2021 LIVE:  বাড়ি বাড়ি ঘুরে প্রচার উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের

উত্তরপাড়া-কোতরং পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক। বাচ্চাদের কোলে নিয়ে আদর, পাশাপাশি, স্থানীয়দের আবদারে তুললেন সেলফি। 

Mamata Bankura Speech LIVE ‘চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিজেপির ভাঁওতা’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ বিজেপির ভাঁওতা। ভেবেছিল পা ভেঙে আমায় আটকে দেবে।’

Mamata Bankura Rally LIVE ‘আমি ভাঙি কিন্তু মচকাই না’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘বহিরাগতদের বিরুদ্ধে জোট বাঁধুন। আমি ভাঙি কিন্তু মচকাই না। বিজেপিকে এক ইঞ্চি জমিও ছাড়ব না। বামবন্ধুরা বিজেপিকে ভোট  দেবেন না।’

Mamata Bankura Speech LIVE ‘বাংলার বাইরে থেকে গুণ্ডাদের পাঠাচ্ছে’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘বাংলার বাইরে থেকে গুণ্ডাদের পাঠাচ্ছে। ভাড়া করে বাংলা শিখে এসেছে। বাইরে থেকে এসে বলছে ভোট দিতে। এটা বাংলার নির্বাচন, দিল্লির নয়।’

Mamata Bankura Rally LIVE ‘আগে বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে, এখন বলছে চাল-ডাল দেবে’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘বিজেপি আগে বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। ১৫ লক্ষ টাকা সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পড়বে। এখন ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। ভোটের পর চলে যাবে। ওরা মিথ্যে কথা বলে, ভোট দেবেন না।’

Mamata Bankura Speech LIVE ‘বিনা পয়সায় গ্যাস দিতে হবে’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘গ্যাসের দাম ৪০০ থেকে ৯০০ করেছে বিজেপি। বিনামূল্যের চাল, রাঁধতে লাগছে ৮০০ টাকার গ্যাস। বিনা পয়সায় গ্যাস দিতে হবে। সব বিক্রি করে দিচ্ছে বিজেপি। এরপর ব্যাঙ্কের জমা টাকাও ফেরত পাওয়া যাবে না।’

Mamata Bankura Rally LIVE ‘তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘তৃণমূলকে ভোট দিলে বিনামূল্যে দুয়ারে রেশন পাবেন। বাড়ির মেয়েরা মাসে ৫০০ টাকা করে হাতখরচ পাবেন। এখন ৭ দিনে কাস্ট সার্টিফিকেট পাওয়া যায়।’

Mamata Bankura Speech LIVE ‘বিজেপি মিথ্যে কথা বলে, ভোট দেবেন না’, কোতুলপুরে মমতা

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা তৃণমূলনেত্রীর। কোতুলপুরের সভায় তিনি বলেন, ‘বিজেপি বলেছিল ১৫ লক্ষ টাকা দেবে। ভোটের আগে বলছে চাল-ডাল দেবে। ওরা মিথ্যে কথা বলে, ভোট দেবেন না।’

West Bengal Election 2021: দেওয়াল লিখনকে কেন্দ্র করে সাঁইথিয়ায় বিজেপি কর্মীদের মারধর

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বীরভূমের সাঁইথিয়া বিধানসভা এলাকায় বিজেপি কর্মীদের মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধেয় সিউড়ি থানা এলাকার খন্না গ্রামে তাদের দেওয়াল লিখন মুছে দেয় তৃণমূল কর্মীরা। বাধা দেওয়ায় বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি, গাড়ি ভাঙচুর করা হয়। হামলা-যোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।

WB Election 2021 LIVE:  প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ অব্যাহত

পরপর দু’ দিন মুরারইতে প্রার্থী বদলের দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিলেন বিজেপি কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলল বিক্ষোভ। বিধানসভা ভোটে মুরারই কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন দেবাশিস রায়।প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিক্ষোভের আঁচ গেরুয়া শিবিরে। আজ সকালে প্রার্থী বদলের দাবিতে পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়া হয়। গতকালও এনিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। বিজেপি যুব মোর্চার নেতার নেতৃত্বে চলে বিক্ষোভ। দলীয় ক্ষোভ-বিক্ষোভে গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। 

WB Election 2021 LIVE:  বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার

পশ্চিম বর্ধমানের পানাগড় ও বুদবুদ বাজারে গলসি বিধানসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টার। বিজেপি প্রার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত বলে পোস্টারে দাবি করা হয়েছে। বিজেপি প্রার্থী তপন বাগদীর অভিযোগ, গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র। শাসক শিবিরের পাল্টা অভিযোগ, প্রার্থী বাছাই নিয়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ক্ষোভ রয়েছে। এই ঘটনার তারই বহিঃপ্রকাশ।  

West Bengal Election 2021: পদ্মফুল দিয়ে সাজানো হুডখোলা গাড়ি করে মনোনয়ন জমা দিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য

হুডখোলা গাড়ি ২৮টা পদ্মফুল দিয়ে সাজানো। পদ্মফুল আঁকা মোদির ছবি দেওয়া উত্তরীয় গলায় পরে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর বিডিও অফিসের কাছ থেকে দলীয় কর্মীদের নিয়ে শুরু হয় রোড শো। সিঙ্গুর বাজার ঘুরে বিজেপি প্রার্থী পুজো দেবেন ডাকাতকালী মন্দিরে। এরপর মহকুমা শাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়ন জমা দেবেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। 

WB Election 2021 LIVE:  ভাঙড়ে আব্বাস অনুগামীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

ভাঙড়ে আব্বাস অনুগামীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোদরা এলাকায়। অভিযোগ, গতকাল রাতে আইএসএফ কর্মী আজিত মোল্লার বাড়িতে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গোটা বাড়িই পুড়ে যায়। কোনক্রমে বাইরে বেরিয়ে আসায় অল্পের জন্য রক্ষা পান আইএসএফ কর্মীর পরিবারের সদস্যরা। গতকাল ভাঙড়ের বিজয়গঞ্জ এলাকায় সংযুক্ত মোর্চার সভায় উপস্থিত ছিলেন বিমান ও বসু ও আব্বাস সিদ্দিকি। সেই সভায় যাওয়ার কারণেই হামলা বলে আইএসএফ নেতৃত্বের অভিযোগ। হামলা-যোগ অস্বীকার করেছে তৃণমূল।

West Bengal Election 2021: ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু

ভোটের মুখে ঝাড়গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে এক তৃণমূল কর্মীর মৃত্যু। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ শাসকদলের। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তাদের এক কর্মীকে মারধরের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। ঘটনায় উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

WB Election 2021 LIVE:  ভোটের মুখে ভাঙড়ে উদ্ধার ২১টি তাজা বোমা

ভোটের মুখে ভাঙড়ে ফের উদ্ধার হল বোমা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে কাশীপুর থানা এলাকার চালতাবেড়িয়ায় অভিযান চালায় পুলিশ। একটি বাঁশবাগানের ভিতর থেকে উদ্ধার হয় ২১টি তাজা বোমা। বোমাগুলি বাঁশপাতা চাপা দেওয়া ছিল বলে পুলিশ জানিয়েছে। ভোটের আগে এলাকায় বোমা মজুত করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal Election 2021: আজ নন্দীগ্রামে জনসভা-রোড শো অভিষেকের

একুশের ভোটে নজরে নন্দীগ্রাম। তাই গতকালের পর আজ ফের অধিকারী-গড়ে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে জনসভা ও তমলুকে রোড শো করবেন তিনি। দুপুরে মহিষাদল রাজবাড়ি মাঠে জনসভা করবেন অভিষেক। এরপর তমলুক রাজবাড়ি থেকে হসপিটাল মোড় পর্যন্ত রোড শো। গতকাল ময়না, পাঁশকুড়া পূর্ব ও চণ্ডীপুর বিধানসভায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Election 2021: আজ বাঁকুড়ার ওন্দায় জনসভা রাজীবের

একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, রাজনীতির পাকেচক্রে এখন বিরোধী শিবিরে। রাজ্যে প্রথম দফা ভোটের আগে আজ একই জেলায় নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন ওন্দার বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভা করবেন রাজীব। গত লোকসভা ভোটে বাঁকুড়াতে ভাল ফল করেছিল বিজেপি। একুশের বিধানসভা ভোটে বিজেপির সামনে চ্যালেঞ্জ গড় ধরে রাখার।

WB Election 2021 LIVE:  আজ বাঁকুড়ার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা মমতার

৬ দিনের মাথায় আজ ফের বাঁকুড়ায় ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোতুলপুর, ইন্দাস ও বড়জোড়ায় তিনটি জনসভা করবেন তিনি। জঙ্গলমহলের বাকি জেলাগুলির মতো বাঁকুড়াতেও লোকসভা ভোটে চমকপ্রদ ফল করেছিল বিজেপি। এবারের বিধানসভা ভোটে তৃণমূলের সামনে আসন ছিনিয়ে নেওয়ার লড়াই। 

West Bengal Election 2021: কেজি থেকে পিজি, নারী শিক্ষা বিনামূল্যে, প্রতিশ্রুতি বিজেপির ইস্তেহারে

কেজি থেকে পিজি, নারী শিক্ষা বিনামূল্যে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ। সরকারি বাসে যাতায়াত ফ্রি। গোটাটাই তৃণমূলের অনুকরণ। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কী অবস্থা? খোঁচা সৌগতর।

WB Election 2021 LIVE:  এক শটে বাংলার বাইরে ফেলব বিজেপিকে, হুঙ্কার মমতার

এক শটে বাংলার বাইরে ফেলব বিজেপিকে। হুঙ্কার মমতার। বাংলার উন্নয়নে লাথি মারতে দেব ন, বাঁকুড়ায় পাল্টা মোদি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কদর্য আক্রমণের অভিযোগে কমিশনে নালিশ বিজেপির। 

West Bengal Election 2021: উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ৩ এইমস, আশ্বাস বিজেপির ইস্তেহারে

উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ৩ এইমস। অনুকরণ, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প কই, প্রশ্ন তৃণমূলের। নোবেল-অস্কারের আদলে টেগোর ও সত্যজিত্‍ পুরস্কার, স্বাস্থ্যে কাদম্বিনী, শিক্ষায়তহবিল বিদ্যাসাগরের নামে, আশ্বাস ইস্তেহারে।

WB Election 2021 LIVE:  দুর্নীতি রোধে হেল্পলাইন, ঘোষণা বিজেপির ইস্তেহারে

কাটমানি ছাড়াই অ্যাকাউন্টে কিষাণ নিধির টাকা। কয়লা-বালি পাচার রুখতে টাস্ক ফোর্স। দুর্নীতি রোধে হেল্পলাইন। মতুয়া ভোটব্যাঙ্ককে মাথায় রেখে শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত।

West Bengal Election 2021: ইভিএম নিয়ে সরব মমতা

ভোট রক্ষা করুন। বোতাম টিপে দেখবেন মেশিনে ভোট ভরা আছে কি না, ইভিএম নিয়ে সরব মমতা। হারের ভয়ে এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন। ১০ বছর তো এই ইভিএম-ই ক্ষমতায় রেখেছে, পাল্টা মোদি। 

WB Election 2021 LIVE:  কলকাতার ভোটার মিঠুন, এবার কী ভোটে লড়বেন?

বিজেপিতে যোগদানের পর, এবার কী বাংলার বিধানসভা ভোটে লড়বেন মিঠুন চক্রবর্তী? এই জল্পনাকে আরও উসকে দিয়ে কলকাতার ভোটার হলেন বাঙালিবাবু। নির্বাচন কমিশন সূত্রে খবর, কাশীপুর-বেলগাছিয়ায় বোনের বাড়ির ঠিকানায় ভোটার কার্ড তৈরি করেছেন মিঠুন।

প্রেক্ষাপট

রেশনে ১ টাকা কেজিতে চাল-গম, ৫ টাকায় চিনি, ৩ টাকায় নুন। ইস্তেহারে উল্লেখ বিজেপির। মা-এর পাল্টা অন্নপূর্ণা ক্যান্টিনে ৫ টাকা করে তিনবেলা খাবার। ভাঁওতাবাজি,গুজরাতির হাতে কেন ইস্তেহার? খোঁচা অভিষেকের।


কেজি থেকে পিজি, নারী শিক্ষা বিনামূল্যে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ। সরকারি বাসে যাতায়াত ফ্রি। গোটাটাই তৃণমূলের অনুকরণ। বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের কী অবস্থা? খোঁচা সৌগতর।


কাটমানি ছাড়াই অ্যাকাউন্টে কিষাণ নিধির টাকা। কয়লা-বালি পাচার রুখতে টাস্ক ফোর্স। দুর্নীতি রোধে হেল্পলাইন। মতুয়া ভোটব্যাঙ্ককে মাথায় রেখে শরণার্থী পরিবারকে বছরে ১০ হাজার টাকা অনুদানের সিদ্ধান্ত।


 উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সুন্দরবনে ৩ এইমস। অনুকরণ, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প কই, প্রশ্ন তৃণমূলের। নোবেল-অস্কারের আদলে টেগোর ও সত্যজিত্‍ পুরস্কার, স্বাস্থ্যে কাদম্বিনী, শিক্ষায়তহবিল বিদ্যাসাগরের নামে, আশ্বাস ইস্তেহারে।


এক শটে বাংলার বাইরে ফেলব বিজেপিকে। হুঙ্কার মমতার। বাংলার উন্নয়নে লাথি মারতে দেব ন, বাঁকুড়ায় পাল্টা মোদি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কদর্য আক্রমণের অভিযোগে কমিশনে নালিশ বিজেপির। 


ভোট রক্ষা করুন। বোতাম টিপে দেখবেন মেশিনে ভোট ভরা আছে কি না, ইভিএম নিয়ে সরব মমতা। হারের ভয়ে এখন থেকেই ইভিএম নিয়ে প্রশ্ন। ১০ বছর তো এই ইভিএম-ই ক্ষমতায় রেখেছে, পাল্টা মোদি। 


প্রথম দফা ভোটের ৬ দিন আগে বিজেপিতে শিশির অধিকারী। রোজ গালাগাল দিচ্ছে, কী বলব! আক্ষেপ প্রবীণ সাংসদের। গদ্দারদের বুঝতে পারিনি। বোল্ড আউট করুন। কাঁথির সভা থেকে হুঙ্কার মমতার।


ভোটে কি বিজেপির প্রার্থী হচ্ছেন মিঠুন? জল্পনা উসকে কলকাতার ভোটার হলেন বাঙালিবাবু। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে বোনের বাড়ির ঠিকানায় তৈরি হল ভোটার কার্ড।


কোচবিহারে সিতাইয়ে বিজেপির সভায় হামলা, দিনহাটায় বিজেপি কার্যালয়ে আগুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা শাসক দল। উত্তরপাড়ায় প্রহৃত বিদায়ী কাউন্সিলর, থানার সামনে বিক্ষোভ তৃণমূলের।




- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.