WB Elections 2021 Update: ভোটের আগে ঠিক জিনিসপত্র দিয়ে যাব, রান্না করতে বাসন লাগে, খুন্তি লাগে, গরম মশলা লাগে! পুরুলিয়ায় শুভেন্দুকে পাল্টা মদন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2021 08:59 PM (IST)
এদিন পুরুলিয়ার কাশীপুরে নামোপাড়া পেট্রল পাম্প থেকে সেবাব্রতী ময়দান পর্যন্ত রোড শো করে তৃণমূল। মদন ছাড়াও ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা, যিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ব্যক্তি আক্রমণ করে লাভ হবে না। মানুষ জবাব দেবে।
হংসরাজ সিংহ, পুরুলিয়া: বিজেপি-তে যাওয়ার পর গত ১০ জানুয়ারি পুরুলিয়ার জয়পুরে গিয়ে তৃণমূলকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ ছোড়েন একসময় রাজ্যের পরিবহণমন্ত্রীর পদে থাকা শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা বলেন, পদ্ম আগেই ফুটেছে, আমি বলছি এখানে ৯-০ হবে। সোমবার কাশীপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেন রাজ্যের আরেক প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। বলেন, বিজেপি পুরুলিয়ায় ঢুকতে পারবে না। পুরুলিয়ার ৯টি আসন তুলে নেব। কী করে তুলতে হয় আমরা জানি। তবে আসন্ন বিধানসভা ভোটে শুধুমাত্র আসন জেতাই নয়, এদিন মদনের গলায় ছিল কার্যত হুমকির সুর। তাঁকে বলতে শোনা গিয়েছে, ভোটের আগে ঠিক আমি জিনিসপত্র দিয়ে যাব। রান্না করতে বাসন লাগে, খুন্তি লাগে, গরম মশলা লাগে। দিনে না হলেও রাতে ঠিক সময়ে পৌঁছে দেব। এদিন পুরুলিয়ার কাশীপুরে নামোপাড়া পেট্রল পাম্প থেকে সেবাব্রতী ময়দান পর্যন্ত রোড শো করে তৃণমূল। মদন ছাড়াও ছিলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা, যিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ব্যক্তি আক্রমণ করে লাভ হবে না। মানুষ জবাব দেবে। রোড শো-র শেষে সভা করেন ঘাস-ফুল নেতৃত্ব। সেখানে রাজ্যের তরফে ভোট পরিচালনা করা হবে বলেও মন্তব্য করেন মদন। বলেন, কমিশন যতই কেন্দ্রীয় বাহিনীর কথা বলুক নির্বাচন পরিচালনা করবে রাজ্য প্রশাসন। এই নিয়ে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গত পঞ্চায়েত ভোটেই পুরুলিয়ায় তৃণমূলকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলে বিজেপি। এরপর ২০১৯-এর লোকসভা নির্বাচনে পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা আসনের মধ্যে ৮টিতে লিড পায় গেরুয়া ব্রিগেড। তৃণমূল এগিয়েছিল মাত্র ১টি আসনে। স্বাভাবিকভাবেই আগামী বিধানসভা নির্বাচনে পুরুলিয়া তৃণমূলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। তৃণমূল অবশ্য আশাবাদী, মমতার ওপরেই ভরসা রাখবেন জেলার মানুষ। এর আগেও নৈহাটিতে মদন বিজেপিকে হুঁশিয়ারি দেন, খিদিরপুর-ব্যারাকপুরকে মির্জাপুর বানাতে চাও। চাহলে আমি মির্জাপুর থ্রি করে দেব। বাংলার দশ কোটি থাপ্পড় দেবে। বিজেপি চুরচুর হয়ে যাবে।