পূর্ব মেদিনীপুর:  ১ এপ্রিল রাজ্যের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে ভোট। কালই শেষ হচ্ছে প্রচার। তার আগে আজ নন্দীগ্রামে রোড শো করবেন ও তিনটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 


নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ক্ষুদিরাম মোড় থেকে ঠাকুরচক পর্যন্ত রোড শো দিয়ে শুরু হবে তৃণমূলনেত্রীর এদিনের প্রচার। ৮ কিলোমিটার রাস্তা হুইলচেয়ারে চড়েই চলবে প্রচার। ঠাকুরচকে পৌঁছে প্রথম জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় ও তৃতীয় জনসভা রয়েছে বয়াল ও আমদাবাদে।


নাম না করে বাবা শিশির অধিকারী ও ছেলে শুভেন্দুর বিরুদ্ধে কার্যত বোমা ফাটান মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন যাঁদেরকে পাশে নিয়ে বাম সরকারকে বিঁধতেন, রবিবার সেই চটি পরা পুলিশের প্রসঙ্গ টেনে বাবা-ছেলেকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, বাপ-ব্যাটার অনুমতিতেই ঢুকেছিল চটি পরা পুলিশ।


পাল্টা জবাব দিতে দেরি করেননি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া কাঁথির সাংসদও। শিশির অধিকারী বলেন, ওনার মেমারি শর্ট, ভোটে জিততে পাগলামি শুরু করেছে। আমরা বামের বিরুদ্ধে লড়াই করেছিলাম। শুভেন্দু নেতৃত্ব দিয়েছিল।


বিজেপি তাঁকে নন্দীগ্রামের প্রার্থী করার পর থেকে, বারবারই নিজেকে ভূমিপুত্র বলে দাবি করেছেন শুভেন্দু। এদিন তাঁর সেই দাবি নিয়েই বড়সড় প্রশ্ন তুললেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। বলেন, আমি বহিরাগত, তুমি ভূমিপুত্র, নন্দীগ্রাম আন্দোলনের সময় কোথায় ছিলে? সূর্যোদয়ের সময় কোথায় ছিলে? ১৫ দিন বাড়ি থেকে বেরোইনি। মুকুল রায়কে জিজ্ঞাসা করুন, যদি সত্যি কথা বলে।


পাল্টা শিশির বলেন, এক তারিখ নন্দীগ্রামের মানুষ সার্টিফিকেট দিয়ে দেবে। আন্দোলনে এসেছি কিনা, একেকদিন ১০-১৫ হাজার মানুষ ঘরছাড়া আছে, নন্দীগ্রামের মানুষ জানে, এটা ভবানীপুরের কারও থেকে জানতে চাই না।


নন্দীগ্রামে আজ প্রচার কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীরও। সকাল থেকে সন্ধে পরপর পাঁচটি পথসভা করবেন বিজেপি প্রার্থী। বয়াল ১ ও বয়াল ২ নম্বর অঞ্চল, ভেটুরিয়া, জয়কালী ও ঘোলপুকুরে নির্বাচনী প্রচার করবেন বিজেপি প্রার্থী। 


আজ দক্ষিণ ২৪ পরগনায় প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রথমে মগরাহাটে জনসভা। এরপর জগন্নাথপুর থেকে ফলতা বাস স্ট্যান্ড পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সাংসদ। 


সোমবার দুই মেদিনীপুরেই দিলীপ ঘোষের প্রচার কর্মসূচি রয়েছে। সকালে খড়গপুর শহরে নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করবেন মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি। এরপর পূর্ব মেদিনীপুরের হলদিয়া ও তমলুকে রোড শো করবেন দিলীপ।