অর্ণব মুখোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবায় অমিত শাহর সভাস্থলে বাজল কন্যাশ্রীর গান।
আজ সকালে গোসাবার কিষাণ মান্ডির মাঠে অমিত শাহর সভাস্থলে আচমকাই মাইকে শোনা যায় কন্যাশ্রীর বোনটা আমার খেলা হবে খেলা হবে গান। সভাস্থলে আচমকাই তৃণমূলের 'কন্যাশ্রী'র প্রচার ধর্মী গান শুরু হয়ে যায়। ঘটনার পর থেকেই তুমুল শোরগোল পড়ে যায়।
উপস্থিত ছিলেন বিজেপি নেতারা। বিজেপির গেরুয়া মঞ্চের কাছ থেকে 'বোনটা আমার খেলা হবে' গান শুরু হতেই অনেকেই অবাক হন।
এরপরই গোসাবার মাঠে তড়িঘড়ি ভুল বুঝতে পেরে বিজেপি নেতারা সঙ্গে সঙ্গে তা শোধরানোর চেষ্টা করেন। সঙ্গে সঙ্গেই বন্ধ করা হয় গান। বিজেপি যদিও এই ঘটনাকে খুব একটা আমল দিতে নারাজ।
স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের দাবি, সাউন্ডবক্স পরীক্ষার সময় ভুলবশতঃ ওই গান চালিয়ে দেওয়া হয়। ওই গান এখানে বাজতে পারে না তা বুঝতে পেরে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়।
২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে জমজমাট প্রচার। আজ ফের রাজ্যে নির্বাচনী সভা করবেন অমিত শাহ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সেখানে মধ্যাহ্নভোজ সেরে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর শহরের কেরানিতলা মোড় থেকে বটতলা মোড় গোলকুঁয়ার চক পর্যন্ত রোড শো করবেন অমিত শাহ।