অর্ণব মুখোপাধ্যায়, নন্দীগ্রাম: নরেন্দ্র মোদি, অমিত শাহদের বারবার বহিরাগত বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এবার পাল্টা বহিরাগত তত্ত্ব বিজেপি-র টি-শার্টে। একসময় শুভেন্দু অধিকারী যখন তৃণমূলের ছিলেন তখনই তৈরি হয়েছিল তাঁর টিম অনুগামী। এই টিমের সদস্যরা যে টি-শার্ট পরতেন, তাতে লেখা থাকত, ‘আমরা দাদার অনুগামী’। শুভেন্দু পরে বিজেপিতে যোগ দেন। এবার নন্দীগ্রাম থেকে তিনি বিজেপি-র প্রার্থী হয়েছেন। মনোনয়নও জমা দিয়েছেন শুভেন্দু। আর দাদার অনুগামীরা এবার পরেছেন নতুন টি-শার্ট। তাতে লেখা রয়েছে, ‘নন্দীগ্রাম তার ভূমিপুত্রকেই চায়, বহিরাগতকে নয়।’


ইতিমধ্যেই নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেন্দুর আগেই মনোনয়ন জমা দিয়েছেন। তাঁকে ‘নন্দীগ্রামে বহিরাগত’ এই তকমা দিয়ে প্রচার শুরু করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীও বিভিন্ন সভা থেকে বহিরাগত ইস্যুতে  আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কোনও বহিরাগত নন। এই ইস্যুতে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছে।




ইতিমধ্যেই নিজের ভোটার কার্ডেও পরিবর্তন করেছেন শুভেন্দু। হলদিয়ার বদলে তিনি এখন নন্দীগ্রামের ভোটার। ঘর ভাড়া নিয়েছেন নন্দীগ্রামে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যও ঘর ভাড়া নেওয়া হয়েছে নন্দীগ্রামে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই বহিরাগত তকমা দিয়ে আক্রমণে নেমেছে বিজেপি।


একটি নতুন ধরনের টি-শার্ট পরছেন নন্দীগ্রামের বিজেপির কর্মীরা। সেই টি-শার্টের সামনে শুভেন্দু অধিকারী আর পাশে নরেন্দ্র মোদির ছবি। অন্য একটি টি-শার্টের পিছনে লেখা রয়েছে, ‘নন্দীগ্রামের মানুষ মেদিনীপুরের  ভূমিপুত্রকেই  চায়, কোনও বহিরাগতকে নয়।’


হরিপুরের  প্রীতম দেবতা এমনই একটি টি-শার্ট পরে দাঁড়িয়েছিলেন। তাঁর দাবি, ‘একসময় দাদার অনুগামী লেখা টি-শার্ট পরতাম আর এখন সরাসরি এই টি-শার্ট।’


হলদিয়ায় শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের দিনও বিজেপি কর্মীরা এই টি-শার্ট পরে মিছিল করেন। তাঁরা এই টি-শার্ট পরে ভোটপ্রচারেও বেরোচ্ছেন। বহিরাগত তত্ত্বকে সামনে রেখে ফ্লেক্স দেওয়া হয়েছে নন্দীগ্রামজুড়ে। পাল্টা তৃণমূল লাগিয়েছে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’, এই হোর্ডিং। সবমিলিয়ে ফ্লেক্স, টি-শার্টে অভিনব কায়দায় বিরোধীদের আক্রমণ নিয়ে জমে উঠছে পূর্ব মেদিনীপুরের এই কুরুক্ষেত্র।