কলকাতা: শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে মুণ্ডিতমস্তক মহেন্দ্র সিংহ ধোনির ছবি। ২০১১ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর মাথা মুড়িয়েছিলেন ‘ক্যাপ্টেন কুল’। তাহলে ফের মুণ্ডিতমস্তক রূপে ধোনির আবির্ভাব কেন?


ধোনি এখন রয়েছেন চেন্নাইয়ে। সেখানে এম এ চিদম্বরম স্টেডিয়ামে চলছে চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবির। খোঁজ নেওয়ার জন্য চেন্নাইয়ে ফোন করে জানা গেল, ধোনি মোটেও ন্যাড়া হননি। ওটা আইপিএলের প্রচারের জন্য সম্প্রচারকারী চ্যানেলের বিজ্ঞাপনের অঙ্গ। আর ধোনি পাখির চোখ করে নিয়েছেন আইপিএল ট্রফিকে। তাঁর নেতৃত্বেই যে ট্রফি তিনবার ঢুকেছে সিএসকে শিবিরে।


সংযুক্ত আরব আমিরশাহির মাটিতে আইপিএলে হতশ্রী পারফরম্যান্স ছিল সিএসকে-র। আট দলের টুর্নামেন্টে সপ্তম স্থানে শেষ করেছিলেন ধোনিরা। তাই এবার ঘুরে দাঁড়াতে মরিয়া সিএসকে শিবির। দলের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন চেন্নাই থেকে মোবাইল ফোনে এবিপি আনন্দকে বললেন, ‘এবারের আইপিএলকে ভীষণ গুরুত্ব দিচ্ছে ধোনি। ভাল পারফরম্যান্সের জন্য ও মরিয়া হয়ে রয়েছে।’


৯ এপ্রিল শুরু হবে চতুর্দশ আইপিএল। তার ঠিক এক মাস আগে, ৯ মার্চ থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে সিএসকে। আইপিএল শুরু হওয়ার এত আগে থেকে কোনও দলই প্রস্তুতি শুরু করেনি। বিশ্বনাথন বললেন, ‘ধোনির ইচ্ছেতেই আমরা এত আগে প্রস্তুতি শুরু করেছি। এবারের টুর্নামেন্ট নিয়ে নির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে ওর। তাছাড়া এখন আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে নেই ও। আইপিএলের আগে নিজেকেও ঘষামাজা করে নিতে চাইছে ধোনি।’



কারা রয়েছেন সিএসকে-র অনুশীলন শিবিরে? ‘ভারতের যে সমস্ত ক্রিকেটার এখন ম্যাচ খেলছে না, তারা সকলেই রয়েছে। ধোনি ছাড়াও শিবিরে আছে অম্বাতি রায়ডু, কর্ণ শর্মা, রুতুরাজ গায়কোয়াড়, এন জগদীশান, সি হরি নিশান্থ, আর সাই কিশোর, এম হরিশঙ্কর রেড্ডি ও কে এম আসিফ। বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজি রয়েছে,’ বলছিলেন বিশ্বনাথন। যোগ করলেন, ‘মার্চের শেষ সপ্তাহের মধ্যে আরও অনেকে চলে আসবে।’



ধোনিকে কেমন দেখছেন? মুগ্ধ শোনাল সিএসকে সিইও-র গলা। বিশ্বনাথন বললেন, ‘প্র্যাক্টিসে দারুণ লাগছে ধোনিকে। এখন শুধু নেট সেশন চলছে। তাতে ধোনিকে দারুণ ছন্দে দেখাচ্ছে। একেবারে স্বমহিমায়। নেটে বিধ্বংসী মেজাজে ব্যাট করছে। স্টেপ আউট করে বোলারকে গ্যালারিতে ওড়াচ্ছে। হেলিকপ্টার শট খেলছে। আশা করছি আগামী আইপিএলে ধোনির বিস্ফোরক ব্যাটিং দেখতে পাবেন সমর্থকেরা।’


প্রতিপক্ষ বোলাররা শুনতে পাচ্ছেন!