সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: নববর্ষের প্রথম দিনেই বর্নাঢ্য এক শোভাযাত্রার মাধ্যমে এলাকার বাসিন্দা তথা ভোটারদের শুভকামনা ও মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিলেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক এবং সাধারন মানুষ করণদিঘীর এই পয়লা বৈশাখের দিনে বর্নাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন। কর্ণ রাজার নামে নামাঙ্কিত কর্ণদিঘীতে পবিত্র স্নান সেরে শিব মন্দিরে সকল মানুষের মঙ্গল কামনায় পুজো দিলেন করণদিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল।


উত্তর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভা এলাকায় কথিত আছে মহাভারতের অঙ্গরাজ কর্ণ এই দীঘিতেই স্নান করে সূর্য দেবতার আরাধনা করেছিলেন। সেই থেকে এই দীঘির নাম হয়েছে কর্ণদীঘি। আর এই কর্ণদীঘির নামানুসারে এই এলাকায় নাম হয় করণদিঘী। এই দীঘিতে পয়লা বৈশাখ অর্থ্যাৎ নববর্ষের দিনে স্নান করে পূন্যার্জন করেন বহু মানুষ। এদিন এখানে মেলাও বসে। বৃহস্পতিবার নববর্ষের দিনে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।




ঢাক বাদ্যি সহকারে সুসজ্জিত বর্নাঢ্য এই শোভাযাত্রা করণদিঘীর রাজপথ পরিক্রমা করে এসে কর্ণদীঘিতে এসে পৌঁছায়। সেখানে পূন্যস্নান সেরে শিবমন্দিরে পুজো দেন তৃনমূল প্রার্থী গৌতম পাল।  জানালেন, নতুন বছর করণদিঘী তথা উত্তর দিনাজপুর জেলার সকল মানুষের শুভ হোক ভালো কাটুক এই কামনা ও প্রার্থনা করছি। নববর্ষের দিনে মানুষের মহামিলন ঘটাতে করণদিঘী বিধানসভা এলাকায় শুভ নববর্ষের এক শোভাযাত্রার আয়োজন করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানালেন করণদিঘী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল।


কয়েক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সবুজসাথী’ সাইকেল চালিয়েই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে প্রচার সেরেছিলেন গৌতম পাল। প্রচারের ফাঁকে গৌতম বলেছিলেন, শিক্ষা থেকে স্বাস্থ্য, যোগাযোগ থেকে মানুষের দৈনন্দিন জীবনের উন্নয়নের প্রতীক মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে করণদিঘী বিধানসভার মানুষ বরাবরের মতো এবারেও তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করবেন।