সমীরণ পাল, বারাসত: উত্তর ২৪ পরগনার বারাসতের চণ্ডীগড়িতে পার্টি অফিস দখলের অভিযোগ। দলবদলের পরই ওই কার্যালয় দখল করেছে তৃণমূল। অভিযোগ সদ্য বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সদস্যর। হাস্যকর অভিযোগ বলে পাল্টা কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল। 


দলবদলের পরই পার্টি অফিস দখলের অভিযোগ! যা নিয়ে ভোটের মুখে তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা তথা উত্তর ২৪ পরগনার জেলা পরিষদ সদস্য রঞ্জিত বিশ্বাস। 


রাতেই বারাসাতের চণ্ডীগড়িতে তাঁর বাড়ি সংলগ্ন পার্টি অফিস দখলের অভিযোগ ওঠে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন, সোমবারই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রঞ্জিত বিশ্বাস।


তাঁর দাবি, ‘নিজের খরচে ওই পার্টি অফিস তৈরি করেছিলাম। বিজেপিতে যোগ দেওয়ার পরই দখল করেছে তৃণমূল।’


পাল্টা তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আরসাদউদ জামানের দাবি, ‘ওটা তো তৃণমূলেরই অফিস। নিজেদের পার্টি অফিস দখলের অভিযোগ হাস্যকর।’


যে অঞ্চলে এত গন্ডগোল, বারাসাতের সেই চণ্ডীগড়ি এলাকাটি দেগঙ্গা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। দেগঙ্গায় এবার তৃণমূল প্রার্থী রহিমা মণ্ডল। বিজেপি এবং বাম-কংগ্রেস-আইএসএফ জোট এখনও দেগঙ্গা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি। ২০১৯-এর লোকসভা ভোটের নিরিখে এখানে ৭৩ হাজার ৯০৬ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। ১৭ এপ্রিল পঞ্চম দফায় দেগঙ্গায় ভোট।