সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: প্রার্থী ঘোষণার আগেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তারকা প্রার্থী চাই না বলে পোস্ট পড়েছিল। এবার এই প্রচারের পাল্টা বিধায়ককে চাই না দাবি জানিয়ে মিছিল হল মিনাখাঁয়। ঘটনায় নাম না করে একে অপরের দিকে আঙুল তুলেছেন যুব তৃণমূল সভাপতি ও ব্লক সভাপতি।


ভোটের মুখে প্রার্থী নিয়ে উত্তর ২৪ পরগনায় মিনাখাঁয় তৃণমূলের কোন্দল আরও তীব্র হল। গত শনি ও রবিবার তারকা প্রার্থী চাই না বলে পোস্টার পড়ে জল-জঙ্গলে ঘেরা এই ব্লকে। এবার বিধায়ককে প্রার্থী হিসেবে চাই না দাবি জানিয়ে বৃহস্পতিবার মিনাখাঁয় মিছিল করল তৃণমূল কর্মীদের একাংশ। স্থানীয় সূত্রে দাবি, মিনাখাঁর ব্লক সভাপতি তথা বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের সঙ্গে যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লার বিবাদ দীর্ঘদিনের। ২০১১-র পর ২০১৬-তেও মিনাখাঁ থেকে জেতেন মৃত্যুঞ্জয়ের স্ত্রী ঊষারানি মণ্ডল ৷ লোকসভা ভোটের নিরিখে মিনাখাঁয় ৬৬ হাজার ৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল ৷ এবারের প্রার্থীতালিকা এখনও প্রকাশ করেনি তৃণমূল। এই প্রেক্ষিতেই এদিনের মিছিল।


ভোটের মুখে বিধায়ক-বিরোধী এই মিছিলে তৃণমূলের একাংশের হাত দেখছেন বিধায়কের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল ৷ তিনি বলেন, ‘‘একজনের প্ররোচনায় কিছু লোক এই কাজ করছে, যে একাজ করেছে সেও আমাদের দলের লোক ৷’’ বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়ে দলেরই বিধায়কের বিরুদ্ধে সুর চড়িয়েছেন যুব তৃণমূল সভাপতি আব্দুল খালেক মোল্লা। তিনি বলেন, ‘‘মানুষ যদি ঊষারানি মন্ডলের বিরুদ্ধে পথে নামেন তাহলে আমরাও চাইব ঊষারানিকে সরিয়ে নতুন মুখ দেওয়া উচিত ৷’’


মিনাখাঁয় প্রার্থী-কোন্দল নিয়ে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে বারবার ফোন করা হলেও, তিনি ধরেননি। ভেড়ির দখল নিয়ে বিবাদের জেরে তৃণমূলের এই দ্বন্দ্ব বলে বিঁধেছে বিজেপি। বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক তাপস ঘোষ জানান, ‘‘এখানে মাছের ভেড়ির দখল নিয়ে তৃণমূলের লড়াই, তার জন্য এই প্রার্থী নিয়ে গন্ডগোল, আমরা ক্ষমতায় এলে এসব থাকবে না ৷’’ উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল ভোট মিনাখাঁয়।