কলকাতা: বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই একাধিক জায়গায় দলের অন্দরে ক্ষোভ-বিক্ষোভের ঘটনা প্রকাশ্যে চলে এল। এর আগেই প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় দলীয় কর্মীদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন। দলের নির্বাচনী অফিস কলকাতার হেস্টিংসয়ে অসন্তুষ্ট কর্মীদের ক্ষোভ আছড়ে পড়েছে। আরও এক দফায় এদিন প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এরপরই মালদা, জলপাইগুড়ি থেকে জগদ্দল, দুর্গাপুর। প্রার্থী তালিকা ঘোষণা হতেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ। পার্টি অফিস ভাঙচুর। দলের সব পদ ছাড়লেন তপন শিকদারের ভাইপো সৌরভ।মালদায় হরিশ্চন্দ্রপুরে মতিউর রহমানকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর। জলপাইগুড়ি সদরে সৌজিত সিন্হাকে প্রার্থী করায় পার্টি অফিস ভাঙচুর চালানোর খবর সামনে এসেছে।
বিজেপির প্রার্থী-বিক্ষোভ দমদমেও। দমদম কেন্দ্রে বিজেপি প্রার্থী বিমলশঙ্কর নন্দ এবং রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যর বিরুদ্ধে বিক্ষোভ চলে। দমদম ছাতাকলের কাছে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করা হয়। দমদম রোড অবরোধও হয়।বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে ব্যাপক বিক্ষোভ-ভাঙচুর। হরিরামপুর বিধানসভায় বিজেপি প্রার্থী ঘোষণা করে নীলাঞ্জন রায়কে। তারপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। ভাঙচুর করা হয় বিজেপি কার্যালয়। রাস্তায় টায়ায় জ্বালিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সংর্থকরা। এই ঘটনায় তীব্র অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব।