হংসরাজ সিংহ, পুরুলিয়া: জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করতে হবে। দাদাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এমনই দাবি জানিয়ে পোস্টার পড়ল পুরুলিয়ার আদ্রায়। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি। তৃণমূলের পাল্টা কটাক্ষ বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।


বিজেপিতে যোগদানের মুখে শুভেন্দু অধিকারীর সমর্থনে জেলায় জেলায় পড়েছিল পোস্টার, ব্যানার ৷ এবার ভোটের মুখে দাদার অনুগামীদের ব্যানারে ফ্লেক্স পড়ল পুরুলিয়ার আদ্রায়৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্সে তাঁকে মুখ্যমন্ত্রী করার আর্জি জানানো হয়েছে। লেখা, দাদাকে বাংলার সিংহাসনে দেখতে চাই ৷


পাশাপাশি জঙ্গলমহলের সবকটি আসনে দাদার অনুগামীদের প্রার্থী করার দাবি জানানো হয়েছে ফ্লেক্সে। ২৭ মার্চ পুরুলিয়ার ৯টি আসনে ভোট ৷ এখনও কোনও দল প্রার্থীতালিকা ঘোষণা না করলেও, ভোটের মুখে আদ্রার একাধিক জায়গায় দাদার অনুগামীদের পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। শুভেন্দু অনুগামী পুরুলিয়ার বিজেপি নেতা গৌতম রায় জানান, ‘‘দাদার অনুগামী বলে এখন আর কেউ নেই, আমরা বিজেপির সৈনিক, বিজেপির হয়ে কাজ করছি,তৃণমূল বিভ্রান্ত ৷’’


(আরও পড়ুন- জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে শুভেন্দুর ইস্তফা)


অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, দলীয় নেতৃত্বের ওপর চাপ তৈরি করতেই বিজেপির একাংশ এই ধরনের ফ্লেক্স লাগিয়েছে। পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি জয় বন্দ্যোপাধ্যায় জানান,‘‘এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ। ওদের দলে কোন শৃঙ্খলা নেই কেউ দাদা শুভেন্দু অধিকারীকে কেউ আবার দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন ৷’’


কাশীপুর বিধানসভার অন্তর্গত আদ্রা। সপ্তাহ দুয়েক আগে বিজেপির এক জেলা নেতাকে আদ্রার প্রার্থী করার দাবি জানিয়ে পড়েছিল ব্যানার। এবার দাদার অনুগামীদের প্রচার ঘিরে সরগরম আদ্রা।