সমীরণ পাল, বারাসত: উত্তর ২৪ পরগনার বিভিন্ন ব্লকে চলছে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুকদের তালিকা তৈরির কাজ। পাশাপাশি, নতুন ভোটারদের উৎসাহ দিতে বারাসাতে একাধিক কর্মসূচি নির্বাচন কমিশনের।


নিউ নর্ম্য়ালে চালু হয়েছে নতুন নিয়ম। ৮০ বছরের ঊর্ধ্বে এবং বিশেষভাবে সক্ষম ভোটারদের ক্ষেত্রে এবার পোস্টাল ব্যালটে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। সেই উদ্দেশে পোস্টাল ব্যালটের ভোটার তালিকা তৈরি করতে মাঠে নেমেছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে উত্তর ২৪ পরগনার একাধিক ব্লকে বাড়ি বাড়ি গিয়ে সেই তালিকা তৈরির কাজ চলছে। আজও বারাসতের বিভিন্ন জায়গায় এই কাজ হয়।


বারাসতের মহকুমা শাসক ভাস্কর পাল জানিয়েছেন, ‘বিভিন্ন ব্লকে পোস্টাল ব্যালটে ভোটারদের নাম নথিভুক্তকরণের প্রাথমিক তালিকা তৈরি হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে তালিকা তৈরির কাজ চলছে।’


নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটগ্রহণের নির্দিষ্ট দিনের ৫ দিন আগে পোস্টাল ব্যালটে ভোট নিয়ে নেওয়া হবে। কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ভোটাররা। এক ভোটারের কথায়, ‘শারীরিক প্রতিবন্ধকতার জন্য অনেকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন না। এবার তাঁরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।’ অপর এক ভোটার বলেছেন, ‘বুথে গিয়ে ভোট দেওয়ার আনন্দ অন্যরকম। তবে কমিশনের এই ভাবনাকে স্বাগত জানাই।’


অন্যদিকে, নতুন ভোটারদের উৎসাহ দিতেও একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কমিশন। গতকাল বারাসতের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যায় কমিশনের প্রতিনিধি দল। সেখানে ভোটারদের উৎসাহিত করেন তাঁরা। দীর্ঘক্ষণ চলে ক্যুইজ প্রতিযোগিতা। ইভিএমে ভোট দেওয়া নিয়ে নতুন ভোটারদের প্রশিক্ষণও দেওয়া হয়।


বারাসাতের এক নতুন ভোটার মৌমিতা ধর বলেছেন, ‘এবারই প্রথম ভোট দেব। আমি খুবই এক্সসাইটেড। ভোটিং মেশিনের সঙ্গে পরিচিত হয়ে ভাল লাগছে।’


নতুন ভোটারদের উৎসাহিত করার জন্য কমিশনের উদ্যোগে জেলা প্রশাসনের তরফে এই ধরনের কর্মসূচি আরও নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷ ১৭ এপ্রিল পঞ্চম দফায় বারাসতে ভোটগ্রহণ। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।