হাওড়া: ভোটের মুখে ফের হাওড়ায় তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন উলুবেড়িয়া পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান ও প্রশাসকমণ্ডলীর সদস্য আব্বাসউদ্দিন খান। উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে তৃণমূল প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করায় এর আগে একাধিকবার ক্ষোভ উগরে দেন তৃণমূলত্যাগী নেতা। তাঁর দাবি, এই কেন্দ্রে বারবার বহিরাগত প্রার্থী নির্বাচন করেছে তৃণমূল। দলের কাছে এনিয়ে বারবার জানিয়েও কাজ হয়নি বলে তৃণমূলত্যাগী নেতার দাবি। উলুবেড়িয়া পুরসভার বিদায়ী উপ পুরপ্রধান আইএসএফ-এ যোগ দিতে পারেন বলে জল্পনা। যদিও এনিয়ে মন্তব্য করতে চাননি তৃণমূলত্যাগী ওই নেতা। এনিয়ে তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া মেলেনি। 


উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং প্রশাসক মন্ডলীর সদস্য আব্বাসউদ্দিন খান তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করলেন। আজ তিনি দলীয় সদস্য পদ এবং সমস্ত পদ থেকে পদত্যাগ করেন। কয়েকদিন আগে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুর নাম ঘোষণা করা হয়। তারপরে তিনি ক্ষোভে ফেটে পড়েন। দফায় দফায় উলুবেড়িয়াতে তিনি বিক্ষোভ মিছিল করেন। তাঁর অভিযোগ বারবার উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে বহিরাগত প্রার্থী দেওয়া হয়। তিনি ৬ মাস আগে থেকেই পার্টির সর্বোচ্চ নেতৃত্বের কাছে ওই আসনে লড়ার জন্য আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন গ্রাহ্য না হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নেন। আজ তিনি হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস গ্রামীনের সভাপতি পুলক রায় কাছে পদত্যাগ এর কথা জানান। তিনি হয়ত ওই কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হতে পারে এমনটাই জল্পনা চলছে জেলার রাজনৈতিক মহলে। যদিও তিনি এ ব্যাপারে বলেন সময় হলে তিনি সবকিছু জানাবেন।