প্রকাশ সিন্হা, পুরুলিয়া: শনিবার শুরু হাইভোল্টেজ বিধানসভা নির্বাচন। ৫ জেলার ৩০ আসনে ভোটগ্রহণ।


কিন্তু ভোট শুরুর কয়েক ঘণ্টা আগেই জঙ্গলমহলে ফিরল মাও-আতঙ্ক! একেবারে মাওবাদী-কায়দায় পুরুলিয়ার বান্দোয়ানে ভোটকর্মীদের গাড়িতে আগুন। পুড়িয়ে দেওয়া হল ভোটকর্মীদের গাড়ি। শুক্রবার সন্ধে সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বান্দোয়ানের তুলসিডি গ্রামে। 


পুলিশ সূত্রে খবর, ভোটকর্মীদের বুথে নামিয়ে দিয়ে ফিরছিল একটি গাড়ি। চালক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বুথ থেকে মাত্র ৫০০ মিটার দূরে রাস্তার পাশের জঙ্গল থেকে বেরিয়ে এসে হাত দেখিয়ে গাড়িটি থামায় মুখ ঢাকা দুই যুবক। 


 



 


গাড়ি থামতেই রাসায়নিক ছুড়ে তাতে আগুন লাগিয়ে জঙ্গলেই গা ঢাকা দেয়। কোনওমতো গাড়ি থেকে নেমে প্রাণ বাঁচান চালক। খবর পেয়ে ছুটে আসেন চালকের ভাই। ছুটে আসেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। 


খবর পেয়ে আসে দমকলও। কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে গাড়িটি। ভোট শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। 


৫ জেলার মধ্যে পুরুলিয়াতেই সব থেকে বেশি- ১৮৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।  তার পরেও এই ঘটনা। 


পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে মাওবাদী-যোগ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষা করা হবে গাড়িটির। তল্লাশিতে কেন্দ্রীয় বাহিনী।


শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। 


এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের ৪টে আসন রয়েছে।


২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টি আসনের মধ্যে ২৭টিতেই জিতেছিল তৃণমূল। আর ৩টি আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। 


কিন্তু, তারপর তিন বছরে ছবিটা আমূল পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই ৩০টি আসনের মধ্যে  বিজেপি এগিয়ে ১৭টি আসনে। আর তৃণমূল এগিয়ে ১৩টিতে।