রানা দাস, পূর্ব বর্ধমান: প্রার্থী বাছাই নিয়ে অসন্তোষের জেরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিজেপির গোষ্ঠীসংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০ জন। ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


তৃণমূলের প্ররোচনায় অশান্তি বাধানোর চেষ্টা, অভিযোগ পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থীর। গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দল, পাল্টা দাবি তৃণমূল প্রার্থীর।


প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একের পর এক জেলায় বিজেপি কর্মীদের বিক্ষোভ অব্যাহত। এবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে প্রার্থী বাছাই নিয়ে গেরুয়া শিবিরে গোষ্ঠীসংঘর্ষের ঘটনাও ঘটল। 


পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হয়েছেন বিজ্ঞানী ও জেএনইউ-এর অধ্যাপক গোবর্ধন দাস। এই প্রার্থী নির্বাচন নিয়েই দলের মধ্যে সংঘাত তৈরি হয়। 


অভিযোগ, বিক্ষুব্ধদের দিকে জনসমর্থন রয়েছে দেখে বৃহস্পতিবার তাদের আলোচনায় ডাকে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানেই বিক্ষুব্ধদের মারধর করা হয়। পূর্বস্থলীর বিক্ষুব্ধ বিজেপি নেতা রানা সিনহা জানান, ‘‘প্রার্থী নিয়ে ক্ষোভ ছিল। আপত্তি জানিয়ে নির্দল হিসেবে ঘোষণা করি। আমাদের মিছিলে লোক হচ্ছিল। বিজেপি ভয় পেয়ে আলোচনায় ডেকে মারধর করে৷’’


ঘটনার নেপথ্যে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী। পূর্বস্থলী উত্তরের বিজেপি প্রার্থী গোবর্ধন দাস বলেন, ‘‘তৃণমূলের প্ররোচনায় পা দিয়ে কয়েকজন আমাদের দলের মিটিংয়ে এসে ঝামেলা পাকায়। এটুকু জানি। মনে হয় না বড় কিছু হয়েছে৷’’


পাল্টা তোপ দেগেছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রার্থী। তপন চট্টোপাধ্যায় বলেন, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের মধ্যে মারামারি। তৃণমূল একেবারেই যুক্ত নয় ৷


পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রে এবার লড়াইয়ে একদিকে বিজেপির প্রার্থী গোবর্ধন দাস। একদিকে তৃণমূল প্রার্থী প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। অন্যদিকে, সংযুক্ত মোর্চার সমর্থনে সিপিএমের টিকিটে লড়ছেন বিদায়ী বিধায়ক প্রদীপ সাহা। 


২২ এপ্রিল পূর্বস্থলী উত্তর-সহ পূর্ব বর্ধমানের ১১টি বিধানসভায় ভোট। তার আগে প্রার্থী বাছাই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে অস্বস্তিতে পদ্ম শিবির।


শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার তিরিশটা আসনে ভোটগ্রহণ। এর মধ্যে তেইশটা আসনই জঙ্গলমহলের চার জেলায়, সাতটা আসন পূর্ব মেদিনীপুরে। এই তিরিশটা আসনের মধ্যে পুরুলিয়ার নটা, পশ্চিম মেদিনীপুরের ছটা, বাঁকুড়ার চারটে, পূর্ব মেদিনীপুরের সাতটা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে।