সুজিত মণ্ডল, শান্তিপুর: ভোটের আগে নদিয়ার শান্তিপুরে তৃণমূল প্রার্থীর নামে পড়ল দুর্নীতির অভিযোগে পোস্টার। জমি কেনা-বেচায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের অভিযোগ, বদনাম করতে একাজ করেছে বিজেপি। যদিও অভিযোগ মানতে রাজি নয় গেরুয়া শিবির।
কাটমানি’, ‘প্রতারণা’, ‘দুর্নীতি’-ভোটের আগে, তৃণমূল প্রার্থীর নামে একাধিক অভিযোগে পড়ল পোস্টার। অস্বস্তিতে ঘাসফুল শিবির। আজ সকালে শান্তিপুর ২৪ নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় স্থানীয় শ্মশানের একটি জমি নিয়ে কাটমানির প্রসঙ্গ তুলে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সহ শান্তিপুর বিধানসভার বর্তমান তৃণমূল কংগ্রেস প্রার্থী অজয় দে-র নাম উল্লেখ করে কাটমানি ও দুর্নীতির অভিযোগের বেশ কয়েকটি লিফলেটসহ পোস্টার চোখে পড়ে স্থানীয়দের।
নদিয়ার শান্তিপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন অজয় দে। ২০১১ সালে শান্তিপুর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন তিনি। ২০১৬-তে দল বদলে এই কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে প্রার্থী হন তিনি। কিন্তু, সেবার কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান। আজ সেই অজয় দে-র নামেই জমি কেনাবেচায় কাটমানি নেওয়ার অভিযোগে এলাকায় একাধিক পোস্টার পড়ে। বিলি করা হয় লিফলেট।
তৃণমূলের অভিযোগ, ভোটের আগে, বদনাম করতেই এই কাজ করেছে বিজেপি। এই পোস্টার প্রসঙ্গে ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্যাম সাহা গেরুয়া শিবিরের দিকেই অভিযোগ তুলেছেন। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে গেরুয়া শিবির। শান্তিপুর শহরের বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব করের দাবি, তাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত নন। তবে দুর্নীতির অভিযোগে পোস্টার প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে।
আগামী ১৭ এপ্রিল, পঞ্চম দফায় শান্তিপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করলেও এখনও প্রার্থী দেয়নি বিজেপি ও সংযুক্ত মোর্চা। ভোটের দামামা বেজে উঠেছে। আর এরই মধ্যে কাটমানি ও দুর্নীতির অভিযোগে পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর পৌর এলাকাজুড়ে।