হংসরাজ সিংহ, পুরুলিয়া: পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থীর বিরোধিতায় পড়ল পোস্টার। তাতে দাবি, ৫০ হাজার ভোটে হারবেন নদিয়া চাঁদ বাউড়ি। পারা বিধানসভা বিজেপির পক্ষ থেকে এমন পোস্টারের নেপথ্যে তৃণমূলের দিকে আঙুল তোলা হয়েছে। যদিও শাসক দলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।
নন্দীগ্রামে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়ার পর থেকে প্রায় প্রতিটি সভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ ছুড়েছেন শুভেন্দু অধিকারী। মার্জিন কত হবে তা নিয়েও ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। এবার পুরুলিয়ায় পারায় বিজেপি প্রার্থী কত ভোটে হারবেন, সেই মার্জিন জানিয়ে এবার ওই বিধানসভার একাধিক জায়গায় পড়ল পোস্টার! পারা বিধানসভা বিজেপির ব্যানারে দেওয়া পোস্টারে অভিযোগ, টাকার বিনিময়ে প্রার্থী পদ বিক্রি হয়েছে। ২০১৬-র বিধানসভা ভোটে পারা আসনে বিজেপি প্রার্থী করে নদিয়াচাঁদ বাউড়িকে ৷ গতবার নদিয়াচাঁদ তৃতীয় হলেও এবারও তাঁর উপর ভরসা রেখেছে বিজেপি। পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন বিজেপি প্রার্থী নদিয়াচাঁদ বাউড়ি বলেন, ‘‘এটা তৃণমূলের চক্রান্ত, হার নিশ্চিত জেনে এইসব কাজ করেছে ওরা ৷’’
তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির কোন্দলের জেরে পড়ে পোস্টার। পারার তৃণমূল প্রার্থী উমাপদ বাউড়ি বলেন, ‘‘এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ, উন্নয়নের জন্য কাজ করছি আমরা, এত সময় নেই ৷’’
বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে পুরুলিয়ায় কাশীপুর, বলরামপুরে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ হয়। এবার বিতর্কিত পোস্টার ঘিরে শোরগোল পড়েছে ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা এই কেন্দ্রে।