কলকাতা: কোন দলের প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন কারা? কাদের কেন্দ্র অপরিবর্তিত থাকতে পারে? কাদের কেন্দ্র পাল্টাতে পারে? তালিকায় নতুন মুখ হিসেবে আসতে পারেন কারা? বাদ পড়তে পারেন কারা? প্রার্থীতালিকা ঘোষণার আগে সেসব নিয়েই এখন চলছে জোর জল্পনা।


দু-একদিনের মধ্যেই তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রাজনৈতিক মহলে এখন শুধু ঘুরপাক খাচ্ছে কয়েকটা প্রশ্ন। তৃণমূলের প্রার্থীতালিকায় কারা থাকছেন? কারা নতুন আসছেন? বাদই বা পড়ছেন কারা?


মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছেন। তৃণমূল সূত্রে খবর, প্রার্থীতালিকায় নতুন চমক হিসেবে থাকতে পারেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল,সিপিএম থেকে বহিষ্কৃত, প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,কংগ্রেস ছেড়ে আসা দেবরাজ চক্রবর্তী, সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন সিপিএম বিধায়ক লগনদেও সিং।


কয়েকজন হেভিওয়েট বিধায়ক-মন্ত্রী পুরনো কেন্দ্র থেকেই প্রার্থী হতে পারেন। তৃণমূল সূত্রে খবর, ব্রাত্য বসু প্রার্থী হতে পারেন দমদম থেকে।


সুব্রত মুখোপাধ্যায় দাঁড়াতে পারেন বালিগঞ্জ কেন্দ্রে। নয়না বন্দ্যোপাধ্যায় এবারও চৌরঙ্গীতে প্রার্থী হতে পারেন।সুজিত বসু বিধাননগর,জাভেদ খান কসবা,অরূপ বিশ্বাস টালিগঞ্জ,পার্থ চট্টোপাধ্যায় বেহালা পশ্চিম, ফিরহাদ কলকাতা বন্দর, অতীন ঘোষ কাশীপুর বেলগাছিয়া,শশী পাঁজা শ্যামপুকুর, তাপস রায় বরানগর, পার্থ ভৌমিক নৈহাটি, অরূপ রায় হাওড়া মধ্য,ইন্দ্রনীল সেন চন্দননগর, রবীন্দ্রনাথ ঘোষ নাটাবাড়ি,গৌতম দেব ডাবগ্রাম ফুলবাড়ি, জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া,দীপেন্দু বিশ্বাস বসিরহাট দক্ষিণ, সওকত মোল্লা ক্যানিং পূর্ব,বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হতে পারেন।


উপ নির্বাচনে জয়ী প্রদীপ সরকার খড়গপুর সদর এবং তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্য বৈশালী ডালমিয়ার জায়গায় বালি থেকে প্রার্থী হতে পারেন।


কয়েকজন বিধায়কের এবারও প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকলেও, তাঁদের কেন্দ্র পাল্টাতে পারে। এই তালিকায় থাকতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়,চন্দ্রিমা ভট্টাচার্য,পূর্ণেন্দু বসু ,সমীর চক্রবর্তী,সৌরভ চক্রবর্তী।


তৃণমূল সূত্রে খবর, যে বিধায়করা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন বা পদত্যাগ করেছেন, সেখানে নতুন মুখকে প্রার্থী করার ব্যাপারে ভাবনা চিন্তা চলছে। যেমন –ব্যারাকপুর,বীজপুর,ডোমজুড়,হাওড়া উত্তর,কালনা, শান্তিপুর,উত্তরপাড়া, রাজারহাট নিউটাউন,রায়দিঘি ,ভাঙড়,সিঙ্গুর, ভাটপাড়া।


 


অন্যদিকে, প্রার্থীতালিকা নিয়ে দফায় দফায় বৈঠক চালাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার দিল্লিতে দলের জাতীয় নির্বাচন কমিটির বৈঠক রয়েছে।


সিপিএমের প্রার্থীতালিকায় বড়সড় চমক হিসেবে থাকতে চলেছে মহম্মদ সেলিমের নাম। হুগলির চণ্ডীতলা থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের পলিটব্যুরো সদস্য এবং প্রাক্তন সাংসদ সেলিম।২০০৬ সালে শেষবার এই চণ্ডীতলা আসনে জিতেছিল সিপিএম। সূত্রের খবর, সূর্যকান্ত মিশ্র,বিশ্বনাথ চৌধুরী এবার প্রার্থী হচ্ছেন না। ৬০ শতাংশ আসনেই নতুন মুখকে প্রার্থী করা হচ্ছে। রাজারহাটে প্রার্থী হতে পারেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব, প্রার্থী হতে পারেন জেএনইউ-র ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বরানগরে বাম প্রার্থী হতে পারেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র, ঝাড়গ্রামে ফের প্রার্থী হতে পারেন মধুজা সেন রায়।


সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, সব অংশের প্রতিনিধিত্ব থাকবে প্রার্থী তালিকায়। 


এখন অপেক্ষা শুধু জল্পনা থেকে পর্দা ওঠার।