কলকাতা: আসন্ন বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন রাজ চক্রবর্তী, জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিকরা। টিকিট পেতে পারেন হুমায়ুন কবীরও। এমনটাই খবর তৃণমূল সূত্রে। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, তারা প্রার্থী করতে পারে শ্রাবন্তী, যশ, পায়েল, অশোক দিন্দাদের।
রাজ চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, জুন মালিয়া.....কয়েক মাস ধরে ভোটমুখী বাংলায় তারকাদের রাজনৈতিক দলে সামিল হওয়ার ছবি বেশ পরিচিত হয়ে উঠেছে। লাইট-অ্যাকশন-ক্যামেরার সঙ্গে যাঁরা এতদিন মানানসই ছিলেন, ভোটের মুখে তাঁদেরই এখন ভিড় রাজনীতির রঙ্গমঞ্চে।অনেক অভিনেতাই আজ হয়ে উঠেছেন নেতা!
টালিগঞ্জও এখন কার্যত আড়াআড়ি বিভক্ত!এখন প্রশ্ন হল, টালিগঞ্জের এই বিপুল সংখ্যক তারকাদের মধ্যে কাদের প্রার্থী করতে পারে তৃণমূল ও বিজেপি? তা নিয়েই চলছে জোর জল্পনা। তৃণমূল সূত্রে খবর, আসন্ন বিধানসভা ভোটে তারা প্রার্থী করতে পারে,পরিচালক রাজ চক্রবর্তী,অভিনেতা সোহম চক্রবর্তী,জুন মালিয়া,কাঞ্চন মল্লিক,সায়নী ঘোষ,কৌশানী মুখোপাধ্যায়,রনিতা দাস,ক্রিকেটার মনোজ তিওয়ারি ও প্রাক্তন ফুটবলার সৌমিক দে-কে।
তৃণমূলে সূত্রে আরও খবর, পরিচালক রাজ চক্রবর্তীর জন্ম উত্তর চব্বিশ পরগনার হালিশহরে। তাই উত্তর চব্বিশ পরগনার কোথাও আসনে প্রার্থী করা হতে পারে তাঁকে। ২০১৬-র বিধানসভা নির্বাচনে, বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের হয়ে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবার কলকাতার আশেপাশে কোনও কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হতে পারে।
আইপিএস অফিসার পদ থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়া চন্দননগরের প্রাক্তন পুলিশ অফিসার হুমায়ুন কবীর এবং সদ্য তৃণমূলে যোগ দেওয়া রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তীকেও প্রার্থী করতে পারে তৃণমূল।
হাওড়া উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি ভোটে দাঁড়াবেন না। সূত্রের খবর, ওই কেন্দ্রে আরেক ক্রিকেটার, মনোজ তিওয়ারিকে দাঁড় করতে পারে দল।
ক’দিন আগে ভোটের মুখে জল্পনা বাড়িয়ে দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়েছিলেন বারাসাতের তৃণমূল অভিনেতা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। কিন্তু মঙ্গলবার বারাসাত হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে, রাজনীতির মূলস্রোতে থাকারই ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, সামনেই ভোট, তাই টিকাটা নিয়ে রাখলাম, এখনও টিকিট পাইনি, টিকিট হয়তো পেয়ে যাব, তাই আগে থেকে টিকা নিয়ে রাখলাম।
চিরঞ্জিৎ যখন ফের প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী, তখন তৃণমূল সূত্রে খবর, এবার রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়কে প্রার্থী নাও করতে পারে দল।
তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বিভিন্ন মহলের মানুষ আবেদন করেছেন, আমাদের নির্বাচন কমিটিও খসড়া পাঠিয়েছেন, মমতা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তৃণমূলের পাশাপাশি টালিগঞ্জের তারকাদের ভিড় বিজেপিতেও। সূত্রের খবর,সোমবার বিজেপিতে যোগদানকারী শ্রাবন্তী চট্টোপাধ্যায়,যশ দাশগুপ্ত, পায়েল সরকার, প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা সহ সাতজন তারকাকে প্রার্থী করতে পারে বিজেপি।
প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেলেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে।