সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এবার জল ঢেলে দেওয়া হল হেলিপ্যাডে। তৃণমূলের অভিযোগ, সভা বানচাল করতে বিজেপিই একাজ করেছে। জল ঢালা তাদের সংস্কৃতি নয়, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।


প্রথমে সভাস্থলে ঢালা হয়েছিল জল। আর এবার জল ঢালা হল হেলিপ্যাডে।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে এই ঘটনা নিয়ে সরগরম উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর। ১১ ফেব্রুয়ারি মতুয়া-গড় ঠাকুরনগরে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


২৫ ফেব্রুয়ারি ঠাকুরনগরে তার পাল্টা সভা করতে চলেছে তৃণমূল। যেখানে উপস্থিত থাকবেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সভার মাঠে জল ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়।


এবার যেখানে অভিষেকের হেলিকপ্টার নামার কথা, সেই হেলিপ্যাডে জল ঢেলে দেওয়া হয়েছে। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, তাদের সভা বানচাল করতে একাজ করেছে বিজেপি।


গত লোকসভা ভোটের আগে রায়গঞ্জে যোগী আদিত্যনাথের সভার মাঠে জল ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।


বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, ‘‘মাঠে জল দিয়ে দেওয়া এটা তৃণমূলের কালচার। যারা প্রধানমন্ত্রী মোদির সভার সময় হেলিকপ্টার নামতে বাধা দিয়েছিল। বনগাঁয় যোগীর সভা করবার সময় হেলিকপ্টার নামতে বাধা দিয়েছিল। সভাস্থলে জল ঢেলে দেওয়াটা বিজেপির কালচার নয়।’’


 


সব মিলিয়ে সভার মাঠে জল ঘিরে, তৃণমূল-বিজেপি তরজা ক্রমশ উত্তপ্ত হচ্ছে।