এগরা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এগরায় অমিত শাহর মঞ্চে হাজির শিশির অধিকারী। এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপির মঞ্চে দেখা গেল বর্ষীয়ান রাজনীতিবিদকে। প্রথমবারের জন্য। এবং গেরুয়া শিবিরে নাম লিখিয়েই তিনি বললেন, ‘পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সাফ হবে।’


অমিত শাহর মঞ্চে হাজির হয়ে চাঁচাছোলা ভাষায় বাংলার রাজ্য প্রশাসনকে আক্রমণ করেছেন প্রবীণ সাংসদ। এবিপি আনন্দের প্রশ্নে শিশির বলেন, 'ওঁরা (বিজেপি) ডেকেছেন বলে এসেছি। এলাকার উন্নয়ন নিয়ে কথা হবে। ওঁরা সরকারে আছেন। কেন্দ্রীয় সরকার চাইলে কী করতে পারেন, সেটা আমি জানি।' সক্রিয়ভাবে বিজেপির হয়ে প্রচারে দেখা যাবে আপনাকে? শিশির বলেন, 'আমরা তো বলছি, শুভেন্দু বলছে। সব পরিষ্কার হবে। মাঠ পরিষ্কার হবে। বিজেপি জিতবে সব জায়গায়।'


পুরনো দলের ওপর কোনও অভিমান রয়ে গিয়েছে? শিশির সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'অভিমান! অভিমান কেন হবে? এটা তো লড়াইয়ের ময়দান। অভিমানের কী আছে! লড়াইয়ের ময়দান, লড়তে হবে।' কথা বলেছেন প্রাক্তন দলের সঙ্গে? তৃণমূলের সুপ্রিমোকে জানিয়েছেন দল ছাড়ার কথা? শিশির বলছেন, 'আরে ডেইলি বলছে গদ্দার, মীরজাফর, চোর। যা আছে, যতরকম ভাষা আছে বলছে। তার সঙ্গে কথা বলে মানুষ!


খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব, হুঙ্কার শাহর


পরে অমিত শাহর সভামঞ্চে দাঁড়িয়ে শিশির বলেন, 'আপনাদের আশীর্বাদ নিয়ে বিজেপি পার্টিকে সমৃদ্ধ করতে হবে। আপনাদের শুভবুদ্ধি দিয়ে এই জেলাকে, বাংলাকে রক্ষা করুন। অত্যাচার, অবিচারের হাত থেকে বাংলাকে বাঁচাবেন, এই প্রার্থনা করে জানাই, আমরা আপনাদের সঙ্গে আছি। আপনারা এগিয়ে চলুন।'


এদিন এগরার সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি। দিদি বলেছিলেন পরিবর্তন করব। আপনারাই বলুন পরিবর্তন হয়েছে?’ তাঁর বক্তব্যের সমর্থনে অমিত শাহ বলেন, ‘আগেও অনুপ্রবেশ হত। এখনও হচ্ছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না?’