এগরা: নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ বাড়ছে বাংলায়। আজ রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এগরায় জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখান থেকে তিনি হুঙ্কার দিলেন, বিজেপি কর্মীদের যারা খুন করেছে, প্রয়োজনে তাদের পাতাল থেকে খুঁজে বার করে জেলে ঢোকানো হবে।


অমিত বলেন, ‘বিজেপি কর্মীদের যারা মেরেছে পাতাল থেকে বের করব। আবার বলছি, খুনিদের পাতাল থেকে বের করে জেলে ঢোকাব। এবার তৃণমূলের গুন্ডারা শিক্ষা পাবে।’


কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় দাঁড়িয়ে বাংলার সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, ‘মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামের মাটি। দিদি বলেছিলেন পরিবর্তন করব। আপনারাই বলুন পরিবর্তন হয়েছে?’ তাঁর বক্তব্যের সমর্থনে অমিত শাহ বলেন, ‘আগেও অনুপ্রবেশ হত। এখনও হচ্ছে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন, ‘মমতা অনুপ্রবেশ থেকে রাজ্যকে মুক্ত করতে পারবেন না?’


রবিবার ফের রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্গা পুজো, সরস্বতী পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ এগরার জনসভা থেকে বলেন, ‘যে সরকার দুর্গা ও সরস্বতী পুজো করতে দেয় না। সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলাভাষী শিক্ষককে পুলিশ গুলি করেছে।’


'এটা ইজ্জতের লড়াই, নন্দীগ্রামে জিতবে শুভেন্দুই', বিজেপিতে যোগদানের আগে শিশির


অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতার কাছে ভাইপোর কাটমানি আসে। তাই আপনার কাছে ছোট হলেও মানুষের কাছে ৫০০ টাকা অনেক বড়।‘ ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগও করেন তিনি। অমিত শাহ বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ভোট লুঠ করেছিল তৃণমূল। সবাই ভোট দিতে পারে, এমন ব্যবস্থা চাই। মমতা চান ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে, মোদি চান সোনার বাংলা। বিজেপি জিতলে কাটমানি দিতে হবে না। ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন তৈরি হবে। ২ মে তৃণমূল সরকার যাবেই।’


সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এগরায় অমিত শাহর মঞ্চে এদিনই হাজির হন শিশির অধিকারী। এদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ। গেরুয়া শিবিরে নাম লিখিয়েই তিনি বললেন, ‘পূর্ব মেদিনীপুর থেকে তৃণমূল কংগ্রেস সাফ হবে।’