মুর্শিদাবাদ: রানিনগর সেনপাড়ায় বিজেপি প্রার্থী মাসোহারা খাতুনের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ।
বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়া ও পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গেলে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে আটকে রাখে।
বিজেপি প্রার্থীর দাবি, ওই এলাকায় ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেওয়া ও পোলিং এজেন্টকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে সেখানে গেলে তৃণমূল আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা তাঁকে আটকে রাখে।
পরে পুলিশ গিয়ে বিজেপি প্রার্থীকে উদ্ধার করে। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট দিয়েছেন ওসি।
বিজেপি প্রার্থীর উপর কোনও হামলার ঘটনা ঘটেনি, জানাল কমিশন।
ভোটের আগের রাতে এই বিধানসভার অন্তর্গত পানিপিয়ায় বোমায় জখম মহিলা কংগ্রেস সমর্থক আরিজান বেওয়া। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অভিযোগ, গতকাল রাত ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজনের সঙ্গে বাড়ির বাইরে বসেছিলেন ৮০ বছরের ওই কংগ্রেস সমর্থক। সেইসময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ছোড়া বোমায় তিনি গুরুতর আহত হন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ওই কংগ্রেস সমর্থক। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোভিড আবহে আজ রাজ্যে সপ্তম দফায় ৫ জেলার ৩৪টি আসনে ভোটগ্রহণ। একঝলকে সপ্তম দফার ভোট-
মালদার ৬টি আসন হল, হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর ও রতুয়া।
মুর্শিদাবাদ জেলার ৯টি আসন হল, ফরাক্কা, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ ও নবগ্রাম।
ভোট হওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।
সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে যথাক্রমে কংগ্রেস ও আরএসপি প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই দুই কেন্দ্রে ভোট হবে ১৬ মে।
আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।
দক্ষিণ দিনাজপুরের ৬টি আসন হল, কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর ও হরিরামপুর।
এছাড়াও, আজ কলকাতার ৪টি আসনে ভোট হচ্ছে। এগুলি হল, কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী ও বালিগঞ্জ।