জামুড়িয়া (পশ্চিম বর্ধমান): জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
এদিকে, জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলে কেন্দ্রীয় বাহিনী ও ক্যুইক রেসপন্স টিমের সঙ্গে বচসা রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল বিনোদ নুনিয়ার। শেষপর্যন্ত তৃণমূল নেতাকে সেখান থেকে সরিয়ে দেয় কেন্দ্রীয় বাহিনী।
আজ পশ্চিম বর্ধমানের ৯টি বিধানসভা আসনে ভোট। এগুলি হল, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি ও বারাবনি।
পশ্চিম বর্ধমান জেলা থেকে আরও খবর:
আসানসোল দক্ষিণ বিধানসভার জেকে নগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের দাবি, বুথের ২০০ মিটারের বাইরে হওয়া সত্ত্বেও জমায়েত হওয়ার কারণ দেখিয়ে ক্যাম্প অফিস ভেঙে দেওয়া হয়।
আশা কর্মীদের অনুপস্থিতিতে সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টই ভোটারদের মাস্ক, স্যানিটাইজার দিচ্ছেন। দুর্গাপুর পূর্বের এমএএমসি মডার্ন স্কুলের ঘটনা। বিধিভঙ্গের ছবি ক্যামেরাবন্দি হতেই প্রিসাইডিং অফিসারের সাফাই, বিষয়টি তাঁর অজানা ছিল।
বারাবনি বিধানসভার বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথের সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেওয়া হয় নথিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরে পুলিশ গিয়ে সংযুক্ত মোর্চার এজেন্টকে বুথে বসায়।
অশান্তির আশঙ্কায় ভোটের আগের দিন তৃণমূল কর্মী ও বিজেপি নেতাদের আটক করায় বারাবনি বিধানসভায় উত্তেজনা। প্রতিবাদে রাতে থানার সামনে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। ভোটে অশান্তির আশঙ্কায় গতকাল কয়েকজন তৃণমূল কর্মী এবং বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ও এসসি মোর্চার নেতাকে আটক করে সালানপুর থানার পুলিশ। এর প্রতিবাদেই থানার সামনে ঘণ্টাদুয়েকের ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। পুলিশ তৃণমূলের কথা শুনে চলছে বলে তাঁর অভিযোগ। অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতৃত্বের পাল্টা দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের এই পদক্ষেপ।