সনৎ ঝা, দার্জিলিং: ২৯৪ আসনেই প্রার্থী তালিকার খসড়া চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। অপেক্ষা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের। এই পরিস্থিতিতে এবার ভূমিপুত্র প্রার্থী চেয়ে পোস্টার-ফ্লেক্স পড়ল জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়িতে। তার নীচে লেখা রয়েছে, ‘আমরা দিদির অনুগত সৈনিক।’


এই ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের তৃণমূল বিধায়ক হলেন গৌতম দেব। যিনি আবার রাজ্যের পর্যটনমন্ত্রীও। স্থানীয় তৃণমূল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে নিজের বিধানসভা এলাকায় জোরদার প্রচারও শুরু করে দিয়েছেন গৌতম দেব! এই প্রেক্ষাপটে বুধবার সকালে উত্তরকন্যার সামনে, ফুলবাড়ি মোড়, বাজারে এই ধরনের ফ্লেক্সে ছেয়ে যায়।


আদতে শিলিগুড়ির বাসিন্দা হলেও, ২০১১ এবং ২০১৬, গত দু’টি বিধানসভা নির্বাচনেই জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি থেকেই জয়ী হন গৌতম দেব। এ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক ও পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, ‘দুটো টার্ম ধরে রয়েছি। বাড়ি ভাড়া নিয়ে থাকি। বাড়ি করার সামর্থ্য নেই। আমি কি ভূমিপুত্র নই?’


কিন্তু কারা দিল এ ধরনের পোস্টার? বিরোধীদের চক্রান্ত? না দলের অন্দর থেকেই কোনও অংশ চাইছেন না যে গৌতম দেব ফের প্রার্থী হন এই কেন্দ্র থেকে?


এ প্রসঙ্গে রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক বলেন, ‘এরকম পোস্টার আগেও পড়েছে। কেউ বা কারা দিয়েছে। প্রার্থী ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার পিছনে বিজেপি থাকতে পারে।’


যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা।


২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে প্রায় ২৪ হাজার ভোটে জয়ী হয়েছিলেন গৌতম দেব। কিন্তু ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী এই কেন্দ্রে প্রায় ৮৭ হাজার ভোটে এগিয়ে গিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। তারমধ্যেই এই ধরনের পোস্টারে অস্বস্তিতে শাসকদলের জেলা নেতৃত্ব।