করুণাময় সিংহ, মালদা: এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগে ‘খেলা হবে’ জ্বরে কার্যত কাঁপছে রাজ্য। শাসক-বিরোধী কেউ-ই বাদ যাচ্ছেন না! এই প্রেক্ষাপটে এবার মালদায় তৃণমূলের জনসভা থেকে উঠল ‘খেলা হবে’ স্লোগান!


 


সোমবার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের জনসভা ছিল। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা সংখ্যালঘু উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি। সেখানেই ‘খেলা হবে’ স্লোগান দেন জেলা তৃণমূলের সহ সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায়। সভা শেষের পর স্লোগানের ব্যাখ্যাও দেন তিনি।


মালদার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বিকাশ বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘খেলা হবে। আধাসামরিক বা ফুল সামরিক বাহিনী আসুক? বিজেপি ওসবকে ভয় পায়। আমাদের কোনও ভয় নেই। কী করবে বাহিনী। ওরা বলব করবে আমরা ছয় চার মারব। ছোট স্কোর করব না। ভোটাররা বাক্সে খেলবে। আর আমরা বাইরে দাঁড়িয়ে প্রোটেকশন দেব। মিটিং মিছিলে খেলা হবে।’’


 


পিছিয়ে নেই বিজেপিও! তাদের কটাক্ষ বেশি খেলতে গেলে গায়ে ব্যথা হবে। মালদার বিজেপির সহ সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় জানান, ‘‘তৃণমূল খেলতে আসলে হাতে পায়ে ব্যথা হবে। গ্রামে গঞ্জে খেলা হবে বলে বেড়াচ্ছেন, আমাদের কর্মীরা সবাই অলরাউন্ডার। কী খেলা হবে আমরা দেখিয়ে দেব।’’


 


মালদায় মোট বিধানসভা আসন রয়েছে ১২টি। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই জেলায় খাতা খুলতে পারেনি তৃণমূল। কংগ্রেস ৮, সিপিএম ২, বিজেপি ১ এবং নির্দল ১টি আসনে জয়ী হয়। ২০১৯-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী,


তৃণমূল ২টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি ৬টি আসনে এবং কংগ্রেস বাকি চারটি আসনে এগিয়ে।


 


মালদার যে দুটি আসনে শাসকদল এগিয়ে রয়েছে তারমধ্যে একটি হল হরিশ্চন্দ্রপুর। যেখানে এবার ‘খেলা হবে’ স্লোগান তুলে প্রচারে নামল তৃণমূল!