কলকাতা: ভোটে লড়বেন স্ত্রী। তাই পুলিশ সুপারের পদ থেকে সরানো হল স্বামীকে। সোনারপুর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রের স্বামী, সৌম্য রায়কে সরানো হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের পদ থেকে। ভোট সংক্রান্ত কোনও কাজের সঙ্গেও তিনি যুক্ত থাকতে পারবেন না। রাজ্যের মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে। তৃণমূল লাভলি মৈত্রকে প্রার্থী ঘোষণা করার পরই কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সৌম্য রায়ের জায়গায় হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হলেন শ্রীহরি পাণ্ডে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও, লাভলি মৈত্রর বক্তব্য তিনি আশাবাদী আগামী দিনেও নিরপেক্ষ ভূমিকা পালন করবে কমিশন।
বিস্তারিত আসছে.....