কলকাতা: সোমবার বিধানসভার সপ্তম দফার ভোটের দিন সকাল সকালই ভোট দিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান ৷ মা-কে সঙ্গে নিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের একটি স্কুলে এদিন ভোট দিতে যান তিনি ৷ এবারের ভোটে তৃণমূলের জয়ের ব্যাপারে আশাবাদী নুসরত ৷ ভোট দিয়ে বেরিয়ে এসে জানালেন, তিনি যেখানেই ভোটের প্রচারকাজে গিয়েছেন, সেখানেই মানুষকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করতে দেখেছেন ৷ পাশাপাশি তিনি বলেন, এতদিন নির্বাচন কমিশন কি ঘুমোচ্ছিল ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখনই জানালেন যে তিনি আর কোনও জনসভা করবেন না ৷ ঠিক সেসময়েই নির্বাচন কমিশন সব নির্বাচনী জনসভা বন্ধ করার কথা ঘোষণা করল ৷ নির্বাচন কমিশন এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বেশি শোনে, বাকিদের থেকে ৷ 







একঝলকে সপ্তম দফার ভোট-


ভোট সপ্তমীতে কলকাতা (৪), পশ্চিম বর্ধমান (৯), মুর্শিদাবাদ (৯), মালদা (৬) ও দক্ষিণ দিনাজপুর (৬) এই ৫ জেলার মোট ৩৪ আসনে ভোট।


ভোট হ‌ওয়ার কথা ছিল ৩৬ আসনে। কিন্তু মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের  প্রার্থীরা করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সেখানে সোমবার ভোট হচ্ছে না।


কলকাতা (৪)-
কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ।


পশ্চিম বর্ধমান (৯)-
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানিগঞ্জ, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বারাবনি।


মুর্শিদাবাদ (৯)-
ফরাক্কা,  সুতি,  রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম।


মালদা (৬)-
হবিবপুর, গাজোল, চাঁচল, হরিশচন্দ্রপুর, মালতিপুর, রতুয়া।


দক্ষিণ দিনাজপুর (৬)- 
কুশমণ্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।