কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মঙ্গলকোট থেকে বিধানসভা ভোটে দাঁড়াতে চান না রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিধায়কের কাজে কেউ বাধা দেবে এটা আমি মানতে পারব না। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকেও তিনি এই বিষয়ে জানিয়েছেন।সিদ্দিকুল্লা বলেছেন, বর্ধমান জেলারই অন্য কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
আজ তাঁর বিধানসভা ক্ষেত্রের বিধায়ক তহবিলের টাকায় ২ কোটি ৯৯ লক্ষ টাকার কাজের খতিয়ান তুলে ধরেন সিদ্দিকুল্লা। পাশাপশি তিনি উন্নয়নের কাজ করতে গিয়ে কিছু ক্ষেত্রে সমস্যার সমুখীন হয়েছেন অভিযোগ করেন তিনি।
কাজ না করতে দেওয়ার পিছনে দলের একটা অংশের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। মন্ত্রী বলেছেন, যারা বাধা দিয়েছে, তারা অবুঝ।তারা বাধা দিয়ে ভুল করেছেন।ভুল বার্তা দিয়েছেন মানুষকে।
তারপরই তিনি বলেন, মঙ্গলকোট বিধানসভা থেকে দাঁড়াব না।মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। ৫ বছর বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি। দলের নেতৃত্বকে জানিয়েছি, মঙ্গলকোটের মাটি উত্তপ্ত,আমি শান্তিপ্রিয় মানুষ।
তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম, কেতুগ্রাম এবং মঙ্গলকোট বিধানসভার দায়িত্বপ্রাপ্ত নেতা অনুব্রত মণ্ডল ৷ এর আগেও সিদ্দিকুল্লা নাম না করে অনুব্রতর বিরুদ্ধে সরব হয়েছেন ৷ আজও নাম না করেই বলেন, বীরভূম থেকে হাওয়া গরম করা হচ্ছে ৷
পাশাপশি তিনি বলেন, পূর্ব বর্ধমান জেলা থেকেই আমি দাঁড়তে চাই।তবে কোথায় দাঁড়াব, তা দলনেত্রী ঠিক করে দেবেন।আমি শান্তিপূর্ণ ভাবে কাজ করতে চাই।
তবে এত কিছুর মধ্যেও তিনি দলের অন্তর্দন্দ্বকে বড় করে দেখতে চাননি সিদ্দিকুল্লা। তিনি বলেন, বড় সংসার হলে এরকম হয়।মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন।আমি তাঁর সাথে সহমত। আমি গণ্ডগোল বাড়াবার পক্ষে নয়।
এছাড়াও তিনি আব্বাস সিদ্দিকির নাম না করে বলেন ফুরফুরা কোনও দিনই রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না।কিন্তু ফুরফরার মাটিকে রাজনৈতিক আখড়া তৈরি করার অধিকার কারুর নেই বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি, মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসিকে আক্রমন করে তিনি বলেন, বিজেপিকে বাদ দিয়ে অন্য দলকে হারানো ওয়েসির ট্রাডিশন।বাংলায় তৃনমুল দলকে হারাতে চাইছেন ওয়েসি। সিদ্দিকুল্লা বলেছেন, হায়দরাবাদের উড়ন্ত পাখির দরকার নেই বাংলায়।
আব্বাসের নাম না করে তাঁর কটাক্ষ, রিমোট অন্য হাতে,তিনি পুতুল নাচ নাচছেন।বলছেন ৪০ টা প্রার্থী দেবেন।যে নিজের পুকুরে সাঁতার কাটতে পারে না, সে বলছে ইংলিশ চ্যানেল পার করে বিশ্বচ্যাম্পিয়ান হবে।