ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, নৈহাটি: শিয়রে ভোট। বাঙালি আবেগ ছুঁতে এবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন জে পি নাড্ডা। মাল্যদান করলেন মঙ্গল পাণ্ডের মূর্তিতেও। এতদিন পর মনে পড়ল? পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।


ভোটের মুখে বাঙালি আবেগ উস্কে দিতে ফের মনীষী স্মরণে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে শ্রদ্ধা জানালেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা ৷ ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন ৷ তারপর মঙ্গল পাণ্ডের মূর্তিতে মাল্যদান করলেন। এদিন দুপুর ১টা ২০ মিনিটে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় সাহিত্য সম্রাটের পৈতৃকভিটে, বঙ্কিমভবন গবেষণাকেন্দ্রে যান জে পি নাড্ডা।


সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। যে ঘরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন, প্রথমে সেই ঘরে যান নাড্ডা। এরপর যান সাহিত্যসম্রাটের বৈঠকখানায়। এর ঠিক পাশে, এই ঘরে বসে বন্দেমাতরম লিখেছিলেন বঙ্কিমচন্দ্র ৷ সেই ঘরও ঘুরে দেখেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁকে বঙ্কিম গবেষণাকেন্দ্রের তরফে একটি বই দেওয়া হয়। বঙ্কিমভবন গবেষণাকেন্দ্রের ডিরেক্টর রতনকুমার নন্দী বলেন, ‘‘রাজ্য সরকার সাহায্য করে। আমরা চাই কেন্দ্রীয় সরকার সহযোগিতা করুক। তাতে এই গবেষণাকেন্দ্রের আরও সংস্কার করা যাবে ৷’’


বঙ্কিমচন্দ্রের জন্মভিটে ঘুরে দেখার পর, সেখান থেকে নৈহাটির গৌরীপুরে যান জে পি নাড্ডা। এর আগে মালদা ও পূর্ব বর্ধমানের কাটোয়ায় কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সেরেছিলেন তিনি। এবার গন্তব্য ছিল ধুঁকতে থাকা জুটমিলের এক শ্রমিকের বাড়ি। যিনি বিজেপির নেতাও! ঘড়িতে তখন দুপুর পৌনে ২টো। গৌরীপুরে দেবনাথ যাদবের বাড়িতে পৌঁছন নাড্ডা। সেখানেই সারলেন দুপুরের খাওয়াদাওয়া। তাঁর সঙ্গে খান দিলীপ ঘোষ, অর্জুন সিংহরাও ৷


মেনুতে ছিল ভাত-রুটি, মুগের ডাল ও সব্জি ডাল। ভাজার তালিকায় ছিল করলা ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, লালশাক ভাজা। ছিল পোস্তর বড়া, শুক্তো, এঁচোড়ের তরকারি, ফুলকপি-আলুর তরকারি, মটর পনির এবং শেষপাতে ছিল আমের চাটনি, রসগোল্লা, দুই, মাখা সন্দেশ।


জুটমিল শ্রমিক দেবনাথ যাদব জানান, ‘‘বেশ কিছু জুটমিলের সমস্যা নিয়ে ওনাকে জানিয়েছি ৷’’ বাড়ি বাড়ি গিয়ে বিজেপির শীর্ষ নেতাদের খাওয়াদাওয়া নিয়ে এদিনও কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘সকালে বস্তিতে খান আর রাতে পাঁচতারা হোটেলে মস্তি৷’’


নৈহাটি থেকে ব্যারাকপুরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান জে পি নাড্ডা। কথা বলেন সাহিত্যিকের পরিবারের সদস্যদের সঙ্গে। বিজেপি সভাপতির হাতে বিভূতিভূষণ ও তারাদাস বন্দ্যোপাধ্যায়ের যৌথ সমগ্র তুলে দেন তাঁরা।