করুণাময় সিংহ ও অর্ণব মুখোপাধ্যায়, মালদা: দুর্গাপুজো,মহরম,গরু,লভ জিহাদ, তোষণ। মঙ্গলবার মালদার সভা থেকে এই সব প্রসঙ্গ তুলেই পরিচিত ছকে তৃণমূলকে আক্রমণ করছিলেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই সময়ই তিনি দাবি করেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। যোগী জানান, ‘পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ না৷’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে আক্রমণ করছেন, তখন তাঁর নিজের রাজ্যেই পরপর ঘটে গেছে দু’টি ভয়াবহ নৃশংসতার ঘটনা।


প্রথম ঘটনাটি উত্তরপ্রদেশের হাথরসের। যেখানে যৌন হেনস্থায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে জামিনে জেল থেকে ছাড়া পেয়েই নির্যাতিতার বাবাকে প্রকাশ্যে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। পাল্টা হাথরস ও আলিগড়ের ঘটনাকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।


আর এই ঘটনার প্রসঙ্গ তুলেই সরব হয়েছেন সদ্য তৃণমূলে যোগদানকারী অভিনেত্রী সায়নী ঘোষ। সায়নী ট্যুইটারে লিখেছেন, আজকের সকালটা একদম ভাল নয়। উত্তরপ্রদেশে এক কৃষক পিতা মেয়ের ওপর যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। কিন্তু, তাঁকেই নৃশংসভাবে খুন করা হয়েছে। মালদার সভা থেকে বিজেপির তারকা প্রচারক যোগী আদিত্যনাথ দাবি করেন, উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন তিনি।



এরইমধ্যে রবিবার উত্তরপ্রদেশের আলিগড়ে এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে মহিলারা কোথায় নিরাপদ তা নিয়ে এখন শুরু হয়েছে রাজনৈতিক তরজা।