আবীর দত্ত, খেজুরি: খেজুরির মানসিংবেড়ে দেওয়াল লিখন নিয়ে গণ্ডগোল। বুথের ২০০ মিটারের মধ্যে পোস্টার-দেওয়াল লিখন। দেওয়াল লিখেছে তৃণমূল-বিজেপি দুপক্ষই। নির্বাচন কমিশন মুছে দেওয়া সত্ত্বেও লেখা হয়েছে দেওয়াল। ঘটনাস্থলে গেছে কেন্দ্রীয় বাহিনী।
নির্বাচন কমিশনের নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখাল দুপক্ষই। আর এই ঘটনায় শুরু হয়েছে তরজা। এদিকে ভোটারদের ভয় দেখাতে খেজুরির মানসিংবেড় এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রাতভর বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল।
অন্যদিকে, খেজুরি ১ নম্বর ব্লকের বীরবন্দ এলাকায় তৃণমূলের এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। খেজুরির বটতলা এলাকায় রাতভর বোমাবাজি। গতকাল, শুক্রবার কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক মহিলাকেও মারা হয় বলে অভিযোগ। রাতভর সন্ত্রাসের অভিযোগ করেন খেজুরির বিজেপি প্রার্থী। আজ সকালেও বোমাবাজি হয় বলে তাঁর অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, এই চার জেলার ১৫টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের প্রভাবিত করছে কেন্দ্রীয় বাহিনী। সিআরপিএফ জওয়ানদের নামে অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিদল।
আজ, শনিবার থেকেই শুরু হয়ে গেল বঙ্গের মহারণ... বিধানসভা ভোট। আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আট দফায় ভোট গ্রহণ চলবে। আজ, শনিবার প্রথম দফায় রাজ্যের পাঁচ জেলার ৩০টা আসনে ভোটগ্রহণ । এর মধ্যে ২৩টা আসনই জঙ্গলমহলের চার জেলায়, ৭টা আসন পূর্ব মেদিনীপুরে।
এই ৩০টা আসনের মধ্যে পুরুলিয়ার ৯টা, পশ্চিম মেদিনীপুরের ৬টা, বাঁকুড়ার ৪টে, পূর্ব মেদিনীপুরের ৭টা এবং ঝাড়গ্রামের চারটে আসন রয়েছে। ২০১৬ সালের বিধানসভা ভোটে এই ৩০টা আসনের মধ্যে ২৭ টাতেই জিতেছিল তৃণমূল। আর তিনটে আসনে জিতেছিল বাম-কংগ্রেস জোট। কিন্তু, তারপর তিন বছরে ছবিটা অনেকটাই পাল্টে গেছে। ২০১৯-এর লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, প্রথম দফার এই তিরিশটা আসনের মধ্যে বিজেপি এগিয়ে সতেরোটা আসনে, আর তৃণমূল এগিয়ে ১৩ টাতে।