কলকাতা : তারকা প্রার্থী দিয়ে ভোটবাক্সে ফসল তুলল তৃণমূল। একই পথে হেঁটে প্রায় খালি হাতে ফিরতে হল বিজেপিকে। তারকা, সাংসদদের- বিধায়ক পদপ্রার্থী করেও এল না সাফল্য। যা নিয়ে দলেই শুরু হয়েছে দ্বন্দ্ব।


দলের একাংশে তারকাদের ভোটে নামানো নিয়ে আপত্তি উঠেছিল আগেই। মাঠে-ময়দানের নেতা-কর্মীদের বিধায়ক পদের টিকিট দেওয়ার দাবি তুলেছিলেন পদ্ম শিবিরের প্রাচীনপন্থীরা। যদিও সেই দাবিতে আমল দেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতারা। ভোট গণনার পর এখন হাপিত্যেশ করতে হচ্ছে তাঁদের। কারণ একটাই, তারকা দিয়ে তৃণমূলে সাফল্য এলেও 'ভাণ্ডার শূন্য' বিজেপির।


রাজ্যের বিধানসভা ভোটে তৃণমূলকে কাউন্টার করতে দুই তারকা সাংসদকে মাঠে নামায় বিজেপি। টালিগঞ্জে মমতার মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী হন গায়ক বাবুল সুপ্রিয়। অতীতে আসানসোলে একাই লড়ে বিজেপির গড় তৈরি করেছিলেন তিনি। যদিও টালিগঞ্জে বিশাল ব্যবধানে হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। একই অবস্থা হয়েছে চুঁচুড়ায়। সেখানেও অভিনেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে হারের মুখ দেখতে হয়। তৃণমূলের অসিত মজুমদারের কাছে হারতে হয়েছে তাঁকে।


একই হাল হয়েছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও। বেহালা পশ্চিম থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তাঁকেও হারতে হয়েছে। পাশাপাশি বেহালা পূর্বেও একই হাল পদ্ম শিবিরের। সেখানে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয় অভিনেত্রী পায়েল সরকারকে। সেখানেও জয়ের মুখ দেখতে পারেনি গেরুয়া ব্রিগেড।


প্রথম থেকেই চর্চা চলছিল তৃণমূল নেত্র্রীর ছেড়ে আসা আসন ভবানীপুর নিয়ে। যেখানে প্রার্থী করা হয়েছিল বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। এখানে বিজেপির ডার্ক হর্স ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। যদিও শেষ হাসি হাসতে পারেননি তিনি। একই হাল হয়েছে হুগলির চণ্ডীতলা বিধানসভার ক্ষেত্রে। এখানে তৃণমূলের স্বাতী খোন্দকারের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। কিন্তু জয়ের মুখ দেখতে পাননি তিনি। বিজেপির 'সবেধন নীলমণি' বলতে হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর আসন থেকে জয় পান তিনি।


এদিকে তারকাদের জয়ের ব্রিগেডে অনেক এগিয়ে তৃণমূল। অর্জুন সিংহের গড় ব্যারাকপুর আসন থেকে জয় পেয়েছেন পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী। মেদিনীপুর থেকে জিতেছেন অভিনেত্রী জুন মালিয়া। উত্তরপাড়া থেকে সিটিং এমএলএ প্রবীর ঘোষালকে হারিয়েছেন কমেডিয়ান কাঞ্চন মল্লিক। সোনারপুর দক্ষিণে বিজেপির তারকা প্রার্থী অঞ্জনা বসুকে হারান তৃণমূলের তারকা প্রার্থী লাভলি মৈত্র। তবে কিছু কেন্দ্রে হার স্বীকার করতে হয়েছে ঘাসফুল ব্রিগেডকে। তৃণমূলে তারকাদের মধ্যে হারের মুখ দেখতে হয়েছে সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।