কলকাতা:  দিলীপ ঘোষ নয়াগ্রামের যে বুথের ভোটার, সেখানেই তৃণমূলের কাছে পিছিয়ে রয়েছে বিজেপি। যা নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।


নয়াগ্রাম বিধানসভার কুলিয়ানা গ্রাম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গ্রামের বাড়ি। এখানেই সপরিবারে থাকেন তাঁর মা-দাদা ও ভাই। কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথের ভোটার দিলীপ ঘোষ। ২৭ মার্চ, নয়াগ্রামের ভোটের দিন এখানে এসে ভোট দেন তিনি।


লোকসভা ভোটে জঙ্গলমহলে বিজেপি ভাল ফল করলেও, বিধানসভা ভোটে বদলেছে পরিস্থিতি। তৃণমূলের ঝুলি উপচে ভোট দিয়েছেন জঙ্গলমহলবাসী। 


নয়াগ্রামে তৃণমূল প্রার্থী দুলাল মুর্মুর কাছে প্রায় ২৩ হাজার ভোটে হেরেছেন বিজেপির বকুল মুর্মু। আর ভোটের ফল বেরনোর পর দেখা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি যে বুথের ভোটার সেখানেও তৃণমূলের কাছে হেরেছে বিজেপি। 


কুলিয়ানা প্রাথমিক স্কুলের ১১৭ নম্বর বুথে তৃণমূল ভোট পেয়েছে ৩২৬টি। আর বিজেপি ভোট পেয়েছে ২৫৩টি। অর্থাৎ, এখানে ৭৩ ভোটে তৃণমূলের কাছে পিছিয়ে রয়েছে বিজেপি।


কুলিয়ানা প্রাথমিক স্কুলে দু’টি বুথ রয়েছে। ১১৮ নম্বর বুথেও ৭৩ ভোটে তৃণমূলের থেকে পিছিয়ে রয়েছে গেরুয়া শিবির।


আর এ নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। ফিরহাদ হাকিম বলেন, দেখুন হয়ত উনি নিজেই হয়তো তৃণমূলকে ভোট দিয়েছেন, উন্নয়নের সঙ্গী হতে। 


অন্যদিকে, কেন ভোট কমল, তা খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, পঞ্চায়েত ভোটে ওখানে লিড ছিল। কেন কমল, আমি খোঁজ নেব বিষয়টা।


সব মিলিয়ে ভোট মিটলেও, জয়-পরাজয় নিয়ে কাটাছেঁড়া চলছেই।


রবিবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়। ২০১৬-র থেকেও বেশি আসনে জিতে, টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অন্যদিকে, বিজেপি দুই অঙ্কের গণ্ডিও টপকাতে পারল না। গত লোকসভা ভোটের বিধানসভাওয়াড়ি ফলের থেকেও, এবার বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের ফল আরও খারাপ হল।